১৫১ রানে ৫ উইকেট হারালো দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৯ জুন ২০২৪, ২৩:৩২| আপডেট : ৩০ জুন ২০২৪, ০০:০৮
অ- অ+

বিশ্বকাপ জয় করতে দক্ষিণ আফ্রিকার দরকার ছিল উড়ন্ত শুরু। তবে ১৭৭ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে বিপর্যয়ে পড়ে প্রোটিয়ারা। ১০৬ রানেই ৪ উইকেট হারিয়ে বসেছে তরা। তবে এরপরেই ডেভিড মিলারকে নিয়ে তাণ্ডব চালান হেনরিক ক্লাসেন। এই জুটিতে ভর করে দলীয় সংগ্রহ ১৫০ ছাড়ায় প্রেটিয়াদের। অবশেষে এই ‍জুটি ভেঙে ভারতকে খেলায় ফেরালেন হার্দিক পান্ডিয়া।

ফাইনারে প্রোটিয়াদের হয়ে আজ ওপেনিংয়ে নামেন কুইন্টন ডি কক ও রিজা হেনড্রিক্স। তবে নিজেদের জুটিকে বেশিদূর নিয়ে যেতে পারেননি তারা। ইনিংসের দ্বিতীয় ওভারে জাসপ্রিত বুমরাহর বলো বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান ৫ বলে ৪ রান করা রিজা হেনড্রিক্স। তার বিদায়ে ৭ রানে প্রথম উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

রিজা হেনড্রিক্স এর বিদায়ের পর দ্রুত সাজঘরে ফিরে যান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। তিনিও ৫ বলে ৪ রান করে ফিরে যান সাজঘরে। আর্শদীপ সিংয়ের বলে ঋষব পান্তের হাতে ক্যাচ তুলে দিয়ে প্যাভিলিয়নে ফিরে যান তিনি। তার বিদায়ে মাত্র ১২ রানেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা।

১২ রানে ২ উইতেট হারানোর পর জুটি গড়েন কুইন্টন ডি কক ও ট্রিস্টান স্টাবস। এই জুটিতে ভর করে ঘুরে দাঁড়াতে তাকে দক্ষিণ আফ্রিকা। পাওয়ার প্লেতে তারা তুলে নেন ৪২। এই জুটির কল্যাণে বিপর্যয় কাটিয়ে ওঠলি প্রোটিয়ারা। অবশেষে এই জুটি ভাঙলেন অক্ষর প্যাটেল। দলীয় ৭০ রানে অক্ষর প্যাটেলের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে গেলেন ২১ বলে ৩১ রান করা ট্রিস্টান স্টাবস। তার বিদায়ে ভাঙে ৫৮ রানের জুটি।

ট্রিস্টান স্টাবসের বিদায়ের পর হেনরিক ক্লাসনকে নিয়ে জুটি গড়েন কুইন্টন ডি কক। দুই ব্যাটরই ভারতীয় ব্যাটারদের ওপর চড়াও হয়ে খেরতে থাকেন। এই জুটিতে ভর করে ১১ ওভার ৩ বলে দলীয় শতক পূর্ণ করে প্রোটিয়ারা। অবশেষে ভয়ঙ্কর হয়ে ওঠার আগের ই এই জুটিকে থামালেন আর্শদীপ সিং। আর্শদীপ সিংয়ের বলে কুলদীপ যাদবের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে গেলেন কুইন্টন ডি কক। আউট হওয়া আগে করেন ৩১ বলে ৩৯ রান। তার বিদায়ে ১০৬ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা।

কুইন্টন ডি ককের বিদায়ের পর ক্রিজে আসেন ডেভিড মিলার। ডেভিড মিলারকে সঙ্গে নিয়ে ভারতীয় বোলারদের ওপর তাণ্ডব চালাতে থাকেন ক্লাসেন। এই জুটিতে ভর করে ১৫ ওভার ২ বলে দলীয় সংগ্রহ ১৫০ রান সংগ্রহ করে দক্ষিণ আফ্রিকা। এই জুটির কল্যাণে জয়ের স্বপ্ন দেখছিল প্রেটিয়ারা।

তবে এর পরেই এই জুটিকে থামান হার্দিক পান্ডিয়া। হার্দিক পান্ডিয়ার বলে ঋষব পান্তের হাতে ক্যাচ তুলে দিয়ে সাজঘরে ফিরে যান অর্ধশতক তুলে নেওয়া হেনরিক ক্লাসন। তার বিদায়ে ১৫১ রানে ৫ উইকেট হারায় প্রোটিয়ারা।

এর আগে ব্রিজটাউনে টস জিতে শুরুতে ব্যাটিংয়ে নামে ভারত। ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে ভারত। ফাইনালে এসে ব্যর্থ টিম ইন্ডিয়ার টপ অর্ডার। মাত্র ৩৪ রানেই সাজঘরে ফিরে যান রোহিত শর্মা, ঋষব পান্ত ও সূর্যকুমার যাদব। ৩৪ রানে ৩ উইকেট হারানোর পর জুটি গড়েন বিরাট কোহলি ও অক্ষর প্যাটেল। চতুর্থ উইকেটে তারা গড়েন ৭৫ রানের জুটি। অক্ষর প্যাটেল ৪৭ রানে ফিরে গেলেও অর্ধশতক তুলে নিয়েছেন তিনি। অর্ধশতক তুলে নেওয়ার পর ৭৬ রান করে সাজঘরে ফিরে যান তিনি। তার বিদায়ের পর নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করেছে ভারত।

(ঢাকাটাইমস/২৯ জুন/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সারজিসের উপস্থিতিতে এনসিপির সমাবেশে দুই গ্রুপের মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া
বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ২০০ কেজি ওজনের বোমা পাওয়া গেল মুন্সীগঞ্জে, নিষ্ক্রিয় করল সিটিটিসি
চট্টগ্রাম বন্দরের সক্ষমতা বৃদ্ধির উদ্যোগ ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা