সুনামগঞ্জে ট্রাক-অটোরিকশা মুখোমুখি সংঘর্ষে নারী নিহত

​​​​​​​নিজস্ব প্রতিবেদক সুনামগঞ্জ
  প্রকাশিত : ৩০ জুন ২০২৪, ২৩:৩১
অ- অ+

সুনামগঞ্জের জগন্নাথপুরে ট্রাক সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে রেখা বেগম (৪০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এই ঘটনা আহত হয়েছেন আরও চারজন। তাদেরকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রবিবার বিকালে উপজেলার জগন্নাথপুর-সুনামগঞ্জ সড়কের কলকলিয়া ইউনিয়নের খালিশ নগর নামক স্থানে দুর্ঘটনা ঘটে।

নিহত রেখা বেগম জেলার ছাতক উপজোলার ভাতগাঁও ইউনিয়নের ঝিগলী (সুলেমানপুর) গ্রামের সুহেল মিয়ার স্ত্রী।

আহতরা হলেন, অটোরিকশা চালক শফিক মিয়া (৩১), যাত্রী জাকির মিয়া (২৩) নিহত রেখা বেগমের শাশুড়ি আয়জান বিবি (৬৫) ননদ রেনু বেগম (৩৩)

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জগন্নাথপুর উপজেলা থেকে চিকিৎসার কাজ শেষে নিহত রেখা বেগম তার শাশুড়ি ননদকে সঙ্গে নিয়ে অটোরিকশায় করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই রেখা বেগম মারা যান।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মির্জা রুবেল জানান, সড়ক দুর্ঘটনায় আহত চারজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদেরকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ঘাতক ট্রাকটিসহ ট্রাক চালককে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

(ঢাকাটাইমস/৩০জুন/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাগরে চোখ রাঙাচ্ছে ঘূর্ণিঝড় ‘শক্তি’, ভয়াবহ তাণ্ডবের আশঙ্কা
গাজায় ইসরায়েলের হামলায় ২৬ ফিলিস্তিনি নিহত
গরমে দিনে কতটুকু পানি পান করলে শরীর সুস্থ থাকবে
দলগুলোর সঙ্গে আলোচনা করে আ.লীগকে নিষিদ্ধ করলে ভালো হতো: জামায়াত আমির
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা