জামালপুরে চেক জালিয়াতির মামলায় প্রধান শিক্ষক কারাগারে

জামালপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০২ জুলাই ২০২৪, ১৮:৪৪| আপডেট : ০২ জুলাই ২০২৪, ১৮:৫০
অ- অ+

জামালপুরের মেলান্দহ উপজেলায় চেক জালিয়াতি মামলার এক মাসের সাজাপ্রাপ্ত আসামি জাহিদুল ইসলাম জাহিদকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জামালপুর আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে মঙ্গলবার সকালে উপজেলার ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাহিদুল ইসলাম জাহিদ উপজেলার সগুনা এসিএস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক। তিনি ঘোষেরপাড়া ইউনিয়নের চর সগুনা গ্রামের মৃত মোফাজ্জল হোসেনের ছেলে। এ ছাড়াও তিনি ঘোষেরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক।

পুলিশ জানায়, ২০২২ সালের ১২ ডিসেম্বরে এক ব্যক্তি ৮ লাখ টাকার ব্যাংক চেক জালিয়াতির অভিযোগে জামালপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা করেন। গত জুন মাসে ওই মামলার রায়ে জাহিদুল ইসলামকে এক মাসের সাজা দেন আদালত। একই সঙ্গে তাকে ৬০ দিনের মধ্যে ৮ লাখ টাকা পরিশোধের নির্দেশ দেন। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধে ব্যর্থ হলে তার স্থাবর ও অস্থাবর সম্পত্তি থেকে ওই টাকা পরিশোধ করা হবে বলেও আদালত আদেশ দেন।

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজু আহমেদ বলেন, গ্রেপ্তারকৃত শিক্ষক এক মাসের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

মেলান্দহ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. আজাদুর রহমান ভুইয়া বলেন, বিষয়টি আমার জানা নেই, আপনার কাছ থেকেই শুনলাম। খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকা টাইমস/০২জুলাই/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে পুলিশ কর্মকর্তা হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড
মুন্সীগঞ্জে ডিআইজির কল্যাণ সভা ও শহীদ পরিবারকে সম্মাননা
ন্যাশনাল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নিলেন আদিল চৌধুরী
তারেক রহমানের সংস্কারের বার্তা নিয়ে জনগণের দুয়ারে কাজী আলাউদ্দিন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা