খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার সুযোগ দিন, জনগণ আপনাকে মনে রাখবে, প্রধানমন্ত্রীকে বিএনপিনেতা ইকবাল

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২৪, ১৯:৩৭| আপডেট : ০৩ জুলাই ২০২৪, ২০:৪৭
অ- অ+

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিয়ে বিদেশে চিকিৎসার সুযোগ দিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ মুজিবুর রহমান ইকবাল।

খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জে আয়োজিত দলীয় সমাবেশে বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

বুধবার দুপুরে জেলা শহরের ঐতিহাসিক রথখলা ময়দানে এ সমাবেশের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির কমিটির সদস্য লায়লা বেগম।

অন্যদের মধ্যে বক্তব্য দেন বিএনপির ময়মনসিংহ বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক আবু ওয়াহাব আকন্দসহ জেলা বিএনপির নেতৃবৃন্দ।

সমাবেশে শেখ মুজিবুর রহমান ইকবাল বলেন, খালেদা জিয়া আমাদের মা। আমাদের মায়ের মুক্তির আন্দোলনে আজকের এই সমাবেশ। সরকার হিংসার বশবর্তী হয়ে তাকে বন্দি করে রেখেছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ করে বিএনপির কেন্দ্রীয় কমিটির এই সদস্য বলেন, আপনিও একজন নারী, একজন মা। এক মায়ের সন্তান হিসেবে আরেক মায়ের কাছে আমার আবেদন, আমাদের মা খালেদা জিয়াকে আর কারাগারে আটকে রাখবেন না। তাকে দ্রুত মুক্তি দিন।

যদি অতিসত্ত্বর মুক্তি না দেন, যদি কোনো দুর্ঘটনা ঘটে তার দায়-দায়িত্ব আপনাকে নিতে হবে। বাংলার মানুষ আপনাকে ক্ষমা করবে না। অবিলম্বে তাকে মুক্তি দিন, বিদেশে চিকিৎসার সুযোগ দিন। বাংলার মানুষ আপনাকে মনে রাখবে।

দুপুরে সমাবেশের আগে সকাল থেকে কিশোরগঞ্জের ১৩টি উপজেলার বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে সমাবেশস্থলে উপস্থিত হন।

সমাবেশে অন্য বক্তারা বলেন, বেগম খালেদা জিয়াকে অতিসত্ত্বর নিঃশর্ত মুক্তি দিয়ে বিদেশে গিয়ে সুচিকিৎসার সুযোগ না দিলে সামনে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

(ঢাকাটাইমস/০২জুলাই/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নির্বাচন কমিশন কখন তফসিল ঘোষণা করবে জাতি জানতে চায়: রিজভী
বাংলাদেশি তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা দিল ভারত
ইমনের সেঞ্চুরিতে আমিরাতকে চ্যালেঞ্জিং টার্গেট দিল বাংলাদেশ
সরকার অচিরেই নির্বাচনের তারিখ ঘোষণা করবে, প্রত্যাশা তারেক রহমানের 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা