ছাগলকাণ্ড: মতিউর পরিবারের ৪ ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ জমি জব্দের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২৪, ১৪:৩৬| আপডেট : ০৪ জুলাই ২০২৪, ১৫:৪৯
অ- অ+

ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানের চারটি ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশ জমি জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের আদালত দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

আদালতে দুদকের উপপরিচালক মো. আনোয়ার হোসেন সম্পত্তি বাজেয়াপ্তের আবেদন করেন।

জব্দ করার আদেশ দেওয়া চারটি ফ্ল্যাটের মধ্যে মতিউরের স্ত্রী লায়লা কানিজের নামে বসুন্ধরায় তিনটি ফ্ল্যাট ও শাম্মী আখতার শিবলীর নামে জিগাতলায় একটি ফ্ল্যাট রয়েছে।

জব্দে আদেশ দেওয়া সম্পত্তির মধ্যে মতিউরের নামে ১১৪ শতাংশ (৬৯ কাঠা) জমি, স্ত্রী লায়লা কানিজের নামে ৫২২ শতাংশ জমি, ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের নামে ২৭৫ শতাংশ জমি রয়েছে। এ ছাড়া মেয়ে ফারজানা রহমান ইস্পিতার নামে বসুন্ধরায় পাঁচ কাঠা প্লট এবং শাম্মী আখতার শিবলীর নামেও পাঁচ কাঠা প্লট রয়েছে।

দুদকের আইনজীবী মীর আহমেদ আলী সালাম জানান, দুদকের আবেদনের প্রেক্ষিতে এনবিআর কর্মকর্তা মতিউর রহমানের ৪টি ফ্ল্যাট ও ৮৬৬ শতাংশের জমি বাজেয়াপ্তের নির্দেশ দিয়েছেন আদালত।

উল্লেখ্য, কোরবানির জন্য ১৫ লাখ টাকায় ছাগল কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়ে ফেসবুকে ভাইরাল হন মুশফিকুর রহমান ইফাত নামের এক তরুণ। ইফাত জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তা মতিউর রহমানের দ্বিতীয় স্ত্রী শাম্মী আখতার শিবলীর ছেলে।

এ ঘটনার পর দেশজুড়ে আলোচনায় আসেন মতিউর। ইতিমধ্যে তাকে এনবিআরের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনালের প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত (ওএসডি) করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশন (দুদক) তার সম্পদ বিবরণী দাখিল করতে নোটিশ করেছে। দুর্নীতির মাধ্যমে আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে প্রাথমিক পর্যায়ে সত্যতা পাওয়ায় সম্পদ বিবরণী দাখিলের জন্য নোটিশ জারি করে দুদক।

(ঢাকাটাইমস/০৪জুলাই/এইচএম/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু 
বিকৃত যৌনাচারের অভিযোগে বসুন্ধরা থেকে ২ নারী গ্রেপ্তার
ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট
মানবিক করিডোর দেশের জন্য অমানবিক হতে পারে: রাশেদ প্রধান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা