গজারিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলীপুরা গ্রামে চকোলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী শিশুর বাবা রবিউল ইসলাম ও মা হাসিনা খাতুন।
অভিযুক্ত আতিয়ার রহমান (৫০) ওই গ্রামের সিকদার বাড়ির ভাড়াটিয়া।
শিশুর বাবা জানান, আমি এবং আমার স্ত্রী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। প্রতিদিনের মতোই শনিবার আমরা আমাদের মেয়েকে বাসায় রেখে যাই। ডিউটি শেষে বাসায় আসলে আমরা দেখি মেয়ে ভয়ে কাঁপছে এবং কান্না করছে। কি হয়েছে জিজ্ঞেস করলে সে আমাদেরকে বিস্তারিত জানায়।
ভুক্তভোগী ও অভিযুক্ত আতিয়ার রহমান মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা।
এ বিষয়ে জানতে অভিযুক্ত আতিয়ার রহমানের ভাড়াটিয়া বাড়িতে গেলে ঘর বন্ধ পাওয়া যায়। অনেক বার ফোনে করেও তাকে পাওয়া যায়নি।
গজারিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, এখন পর্যন্ত এ ধরনের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
(ঢাকাটাইমস/০৮জুলাই/পিএস)

মন্তব্য করুন