গজারিয়ায় ৭ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

​​​​​​​গজারিয়া (মুন্সিগঞ্জ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ জুলাই ২০২৪, ১৭:৩৪
অ- অ+

মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার আলীপুরা গ্রামে চকোলেটের প্রলোভন দেখিয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে বলে জানান ভুক্তভোগী শিশুর বাবা রবিউল ইসলাম ও মা হাসিনা খাতুন।

অভিযুক্ত আতিয়ার রহমান (৫০) ওই গ্রামের সিকদার বাড়ির ভাড়াটিয়া।

শিশুর বাবা জানান, আমি এবং আমার স্ত্রী একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। প্রতিদিনের মতোই শনিবার আমরা আমাদের মেয়েকে বাসায় রেখে যাই। ডিউটি শেষে বাসায় আসলে আমরা দেখি মেয়ে ভয়ে কাঁপছে এবং কান্না করছে। কি হয়েছে জিজ্ঞেস করলে সে আমাদেরকে বিস্তারিত জানায়।

ভুক্তভোগী ও অভিযুক্ত আতিয়ার রহমান মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের বাসিন্দা।

এ বিষয়ে জানতে অভিযুক্ত আতিয়ার রহমানের ভাড়াটিয়া বাড়িতে গেলে ঘর বন্ধ পাওয়া যায়। অনেক বার ফোনে করেও তাকে পাওয়া যায়নি।

গজারিয়ায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজিব খান বলেন, এখন পর্যন্ত এ ধরনের বিষয়ে কোনো অভিযোগ পাইনি। বিষয়টি খোঁজ নিয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

(ঢাকাটাইমস/০৮জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তান থেকে চার্টার্ড ফ্লাইটে ফেরানো হবে রিশাদ ও নাহিদকে!
মেঘনায় অনুমোদনহীন ডেন্টালে জীবাণুযুক্ত যন্ত্রপাতি ব্যবহার, ছড়াচ্ছে হেপাটাইটিস বি
ই-হজ সিস্টেমে ভিসা বাতিল করার অপশন চালু
পাকিস্তানি বিনোদন অঙ্গনের ওপর কঠোর সিদ্ধান্ত নিল ভারত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা