অবসরে যাচ্ছেন অতিরিক্ত সচিব, তিন এডিসি নতুন দায়িত্বে

অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা মালেকা খায়রুন্নেছা অবসরে যাচ্ছেন। তাকে বাণিজ্য মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। তাতে বলা হয়েছে, বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব মালেকা খায়রুন্নেছা অবসর গমনের সুবিধার্থে একই মন্ত্রণালয়ে পদায়ন করা হয়েছে।
পৃথক আরেক প্রজ্ঞাপনে, তিন জেলায় অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে নতুন কর্মকর্তাদের পদায়ন করা হয়েছে। তাদের মধ্যে- আইএমইডি’র উপ-পরিচালক মো. আব্দুল ওয়ারেছ আনসারীকে নীলফামারীর এডিসি, অর্থ বিভাগের সিনিয়র সহকারী সচিব পংকজ চন্দ্র দেবনাথকে বান্দরবানে এবং পরিকল্পনা বিভাগের সিনিয়র সহকারী প্রধান মো. তারিফ-উল হাসানকে রাজবাড়ীর এডিসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
এই তিন কর্মকর্তাকে নিজ নিজ জেলায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা অর্পণ করা হলো। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
(ঢাকাটাইমস/০৯জুলাই/এসএস/কেএম)

মন্তব্য করুন