দুদকের জনসংযোগ শাখায় নতুন কর্মকর্তার পদায়ন
নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
প্রকাশিত : ০৯ জুলাই ২০২৪, ২০:১২

দুর্নীতি দমন কমিশনের জনসংযোগ শাখায় সহকারী পরিচালক (জনসংযোগ) হলেন তানজির আহমেদ। বর্তমানে তিনি নীলফামারী জেলা তথ্য অফিসের গণযোগাযোগ অধিদপ্তরের তথ্য অফিসার হিসেবে কর্মরত আছেন।
মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
জনস্বার্থে জারিকৃত আদেশটি অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।
তানজির আহমেদ ৪০তম বিসিএস পরীক্ষার মাধ্যমে নিয়োগপ্রাপ্ত হন। এরপর ২০২২ সালের ৪ ডিসেম্বর তিনি নীলফামারীর জেলা তথ্য অফিসের তথ্য অফিসার হিসেবে যোগদান করেন।
(ঢাকাটাইমস/০৯জুলাই/এইচএম/ইএস)

মন্তব্য করুন