পররাষ্ট্রমন্ত্রী জানালেন

অসুস্থ মেয়ের জন্য আগেভাগেই বেইজিং থেকে ফিরছেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ জুলাই ২০২৪, ১৫:৫৯| আপডেট : ১০ জুলাই ২০২৪, ১৬:১৩
অ- অ+

চীনে দ্বিপক্ষীয় সফর শেষ করে একদিন আগে বুধবার রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অসুস্থ মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলকে ঢাকায় সময় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী নির্ধারিত সময়ের আগে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার বেইজিংয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী এ তথ্য জানান। পূর্বনির্ধারিত সময়ের আগেই প্রধানমন্ত্রীর বেইজিং থেকে ঢাকার উদ্দেশে যাত্রার কারণও ব্যাখ্যা করেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর দেশে ফেরত যাওয়ার কথা ছিল ১১ জুলাই। সেটি না হয়ে প্রধানমন্ত্রী বেইজিংয়ের স্থানীয় সময় আজ (বুধবার) রাত ১০টায় বাংলাদেশের উদ্দেশে রওনা হবেন। এতে কিন্তু প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক যে কর্মসূচি, সেটির বিন্দুমাত্র হেরফের হয়নি।’

পররাষ্ট্রমন্ত্রী জানান, প্রধানমন্ত্রীর সঙ্গে সফরসঙ্গী হিসেবে তার কন্যা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজেদ পুতুলের বেইজিং সফরের কথা ছিল। তবে অসুস্থতার কারণে তিনি বেইজিং আসতে পারেননি।

‘আমরা যেদিন বেইজিংয়ের উদ্দেশে রওনা করি, সেদিন সকালবেলা হঠাৎ করে তিনি (সায়মা ওয়াজেদ) অসুস্থ হয়ে পড়েন। তিনি এখনো অসুস্থ। কাজেই প্রধানমন্ত্রী সফর সংক্ষিপ্ত করে নয়, মা হিসেবে অসুস্থ মেয়েকে সময় দেওয়ার জন্য চলে যাচ্ছেন’—যোগ করেন পররাষ্ট্রমন্ত্রী।

প্রধানমন্ত্রীর পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী, সফর শেষে বৃহস্পতিবার ঢাকায় ফেরার কথা ছিল সরকারপ্রধানের। তবে তিনি বুধবার রাতেই ফিরে আসছেন। বেইজিং সময় রাত ১০টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ ফ্লাইটে উঠবেন প্রধানমন্ত্রী। বাংলাদেশ সময় রাত ১টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

(ঢাকাটাইমস/১০জুলাই/ডিএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাত কলেজ নিয়ে নতুন বিশ্ববিদ্যালয়ের নাম ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’
মির্জাপুরে শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
এমবাপ্পের জোড়া গোল, বার্সাকে টপকে শীর্ষে রিয়াল
জুলাই বিপ্লবে শহীদ ও আহত পরিবারকে ঈদ সামগ্রী দেবে জিয়াউর রহমান ফাউন্ডেশন
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা