কোপার ফাইনালের দিন কলম্বিয়ায় ছুটি ঘোষণা

আর মাত্র একটি ম্যাচের অপেক্ষা। এরপরেই পর্দা নামছে চলতি কোপা আমেরিকার। ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। নিজেদের ইতিহাসে দ্বিতীয়বার কোপা শিরোপা জয়ের জন্য মুখিয়ে আছে দলটি। দুর্দান্ত পারফর্ম করে ফাইনালে ওঠা হামেস রদ্রিগেজদের কাছে দেশটির জনগণের প্রত্যাশা অনেক বেশি। ফাইনালের দিন দেশটিতে নাগরিক ছুটি ঘোষণা করেছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। শিরোপা জিতে বিভাজন ভুলে সেদিন সবাই একসাথে উল্লাসে মাতবেন সেই প্রত্যাশা তার।
কোপা আমেরিকার ফাইনাল ম্যাচে সোমবার (১৫ জুলাই) আর্জেন্টিনার মুখোমুখি হবে কলম্বিয়া। ফাইনালের আগে দলটির পারফরম্যান্স আশার সঞ্চার করেছে বেশ। তাই তো ফাইনালের দিন নাগরিক ছুটি ঘোষণা করেছে দেশটির সরকারপ্রধান।
জাতিসংঘের শান্তি মিশন সম্পর্কিত একটি কাজের জন্য সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে গিয়েছিলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সেখানেই একটি সংবাদ সম্মেলনে সাধারণ ছুটির ঘোষণা দেন তিনি। সরকারি প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোও এই ছুটির আওতার মধ্যে পড়বে।
এ প্রসঙ্গে পেত্রো বলেন, 'কলম্বিয়ার জাতীয় দল একতার প্রতিনিধিত্ব করে, সংঘাত কিংবা মেরুকরণের নয়। কলম্বিয়ার পতাকাও একতার প্রতীক। তাই আমরা সোমবার, জয়ের দিনে নাগরিক ছুটির দিন উদযাপন করব।'তিনি আরও বলেন, 'বিভিন্ন প্রতিষ্ঠানের কার্যনির্বাহী কমিটিকে আমি উৎসাহ দিচ্ছি কর্মীদের নিয়ে একসঙ্গে কলম্বিয়ান ঐক্য উদযাপন করার জন্য। সরকারি এবং বেসরকারি ব্যবসা প্রতিষ্ঠান এদিন তাদের কর্মীদের আনন্দ করার সুযোগ করে দেবে। এক হয়ে থাকা যে সম্ভব, চলুন সেটা বিশ্বাস করি।' (ঢাকাটাইমস/১৩ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন