কোপা আমেরিকার ফাইনাল: শাকিরার কনসার্টের জন্য হাফটাইমের বিরতি ২৫ মিনিট

আর মাত্র এক ম্যাচ পরেই পর্দা নামছে কোপা আমেরকিার ৪৮তম আসরের। এবারের আসরের ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা ও কলম্বিয়া। ২৩ বছর পর কোপার ফাইনালে জায়গা করে নিয়েছে কলম্বিয়া। অন্যদিকে মেসির দল কোপার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন। তাই বলাই যায় অন্য যেকোন ফাইনালের মতই এটিও হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ।
আগামী সোমবার (১৫ জুলাই) মায়ামির হার্ড রক স্টেডিয়ামে বাংলাদেশ সময় সকাল ৬টায় মুখোমুখি হবে দু’দল।
ফাইনালে সবাইকে চাঙা রাখতে মেগা কনসার্টের আয়োজন করেছে কোপার আয়োজক কনমেবল কর্তৃপক্ষ। যেখানে গান পরিবেশন করবেন বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরা।
ফ্লোরিডার হার্ড রক স্টেডিয়ামে শাকিরার কনসার্ট আয়োজন ম্যাচের শুরুতে নাকি মাঝামাঝি সময়ে করা হবে সেটি নিয়ে আলোচনা চলছিল।
অবশেষে হাফটাইমের বিরতিতেই কনসার্ট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে করে হাফটাইমের বিরতি ১৫ মিনিট থেকে বাড়িয়ে ২৫ মিনিট করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ।
এদিকে হাফটাইমের বিরতি বাড়ানোয় চারদিকে কনমেবলের সমালোচনা করছে ভক্তরা। এতে করে খেলার ধারাবাহিকতা নষ্ট হবে দলগুলোর- এমনটাই জানাচ্ছে তারা।
(ঢাকাটাইমস/১৩ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন