দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে শ্রমিকদেরও এগিয়ে আসতে হবে: দুদু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২৪, ২১:৪৩
অ- অ+

এই দেশ গড়তে শ্রমিকদের ভূমিকা অপরিসীম উল্লেখ করে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে আগামী দিনের আন্দোলন সংগ্রামে তাদেরকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ছাত্রদলের সাবেক এই সভাপতি বলেন, আগামী দিনে আন্দোলন সংগ্রামে শ্রমিকদের ভূমিকা পালন করতে হবে, সেই লক্ষ্যে শ্রমিক দলকে গড়ে তুলতে হবে। শ্রমিকরা গনতন্ত্র প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালন করবে।

শনিবার খুলনায় বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিকদল খুলনা বিভাগীয় বুনিয়াদি প্রশিক্ষণ কর্মশালয় সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

দুদু বলেন, ‘শ্রমিক দলের এই কনভেনশন আগামীতে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। এদেশে শ্রমিক সমাজ ভীষণভাবে উপেক্ষিত। অথচ দেশকে গড়ে তুলতে দেশে বিদেশে তাদের ভূমিকা অপরিসীম।’

দলীয় চেয়ারপারসনের চিকিৎসা প্রসঙ্গে আক্ষেপ করে বিএনপির এই নেতা বলেন, ‘এই সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সঙ্গে যে ব্যবহার করছে; একদিন তাদেরকেও কাঠগড়ায় দাঁড়াতে হবে। এই আওয়ামী লীগ রক্ষীবাহিনী তৈরি করেছিল, তারা কুষ্টিয়া-যশোরসহ সারাদেশে বিরোধী দলের ৪৪ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে। শুধু তাই নয় ঘরবাড়িতে ভাঙচুর-লুটপাট করেছে।’

তিনি আরও বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায়, মিথ্যা সাজা দিয়ে আটক করে রেখেছে। দেশনায়ক তারেক রহমানের নামে মিথ্যা মামলা দিয়ে সাজা দিয়েছে। তাকে দেশে আসতে দিচ্ছে না। তার নামে যে কয়টা মামলা দিয়েছে, কোনো মামলাই প্রমাণ হয়নি। এই সরকার তথাকথিত বিচারের নামে সাজা দিয়েছে। বাংলাদেশের মানুষ মনে করে, প্রত্যাশা করে গণতন্ত্র মানে তারেক রহমান, গণতন্ত্র মানে বিএনপি, গণতন্ত্র মানে দেশনেত্রী বেগম খালেদা জিয়া।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী ও শ্রমিক দলের প্রধান সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস, বিএনপির তথ্য সম্পাদক আজিজুল বারী হেলাল, শ্রমিক বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খান, ফিরোজ উজ জামান মামুন মোল্লা, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসেন, সিনিয়র সহ-সভাপতি ফারাজী মতিউর রহমান, সহ-সভাপতি আব্দুর রহিম বক্স দুদুসহ খুলনা জেলা শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।

(ঢাকাটাইমস/১৩জুলাই/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
জরুরি অভিযানে যেতে উল্টো পথে ওসির গাড়ি, রাস্তা আটকালো ট্রাক, অতঃপর...
ইবিতে অনশন কুয়েটের শিক্ষার্থীদের দাবির সমর্থনে
কুয়েটের ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলে দিল হল
প্রধান উপদেষ্টার সঙ্গে স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্টের সাক্ষাৎ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা