এএসপি লিয়াকতের বরখাস্ত আদেশ প্রত্যাহার, যে অভিযোগ ছিল তার বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ১৪:২৯| আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৪:৩৮
অ- অ+

পুলিশ সদরদপ্তরে সংযুক্ত সহকারী পুলিশ সুপার (এএসপি) লিয়াকত আকবরের সাময়িক বরখাস্ত আদেশ প্রত্যাহার করা হয়েছে। স্ত্রীর করা মামলায় তাকে ২০২১ সালে সাময়িক বরখাস্ত করে সরকার। তিনবছর পর তার আদেশ প্রত্যাহার করা হয়েছে।

রবিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কক্সবাজার ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নের সাবেক সহকারী পুলিশ সুপার মো. লিয়াকত আকবরের (সাময়িক বরখাস্ত হয়ে সদরদপ্তরে সংযুক্ত) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা হয়। পরে ২০২১ সালের ১৮ জুলাই এক প্রজ্ঞাপনে পুলিশের এই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়। সেই আদেশ প্রত্যাহার করা হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সাময়িক বরখাস্তকাল কর্তব্যকাল হিসেবে গণ্য হবে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

জানা গেছে, ২০২১ সালের ২৬ মার্চ লিয়াকত আকবরের বিরুদ্ধে তার স্ত্রী মামলা করেন। পরে তিনি সাময়িক বরখাস্ত হন। সাময়িক বরখাস্ত হওয়ার আগ পর্যন্ত তিনি কক্সবাজারে ১৪ আর্মড পুলিশ ব্যাটালিয়নে কর্মরত ছিলেন।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা