মাদকাসক্তি নিরাময়ে প্রথম ‘ওয়েসিস’, স্বরাষ্ট্রমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২৪, ১৪:৩৭| আপডেট : ১৪ জুলাই ২০২৪, ১৫:২০
অ- অ+

মাদকাসক্তি নিরাময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় পুলিশ কল্যাণ ট্রাস্ট পরিচালিত মাদক নিরাময় কেন্দ্র ওয়েসিসকে পুরস্কার তুলে দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সেরা ৯টি প্রতিষ্ঠানের মধ্যে সবার ওপরে অবস্থান করে দেশ সেরা নির্বাচিত হয়েছে ওয়েসিস।

রবিবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে এক অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ডিএমপি কমিশনার হাবিবুর রহমানের হাতে পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী।

প্রতি বছর মাদক নিরাময় ও চিকিৎসা সেবা দেওয়া সেরা প্রতিষ্ঠান নির্বাচনের পর তাদেরকে পুরস্কৃত করা হয়। বাংলাদেশসহ বিশ্বব্যাপী ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস উদযাপিত হয়ে আসছে। এ বছর মাদকবিরোধী কর্মকাণ্ডে অধিদপ্তরের লাইসেন্সপ্রাপ্ত বেসরকারি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ও নিবন্ধিত এনজিওগুলোর মধ্যে নির্বাচিত ৯টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হলো।

ওয়েসিস ছাড়াও পুরস্কার পেয়েছে– বারাকা বাংলাদেশ মাদকাসক্তি চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্র, প্রমিসেস মেডিকেল লিমিটেড মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, বিওয়াইএফসি মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, সেফ হোম মাদকাসক্তি পুনর্বাসন কেন্দ্র, হেল্প মাদকাসক্তি নিরাময় কেন্দ্র, আসক্ত পুনর্বাসন সংস্থা (আপস) এবং মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা (মানস)।

এর আগে ২০২১ সালের অক্টোবরে রাজধানীর অদূরে দক্ষিণ কেরানীগঞ্জে মাদকাসক্তদের চিকিৎসা ও পুনর্বাসনে গড়ে তোলা হয় প্রতিষ্ঠানটি। উন্নত ও মানসম্পন্ন সেবা দিয়ে তিন বছরের কম সময়ে ব্যাপক প্রশংসিত ও মানুষের আস্থা লাভ করতে সক্ষম হয়েছে। ঢাকা রেঞ্জ ডিআইজি থাকাকালে হাবিবুর রহমান এটি প্রতিষ্ঠা করেন।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এসএস/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এক মোটরসাইকেলে যাচ্ছিল ৪ বন্ধু, ট্রাক চাপায় প্রাণ গেল দুজনের
ভারতের সামরিক অভিযানের দ্রুত, দৃঢ় ও কঠোর জবাব দেওয়া হবে: পাকিস্তানের সেনাপ্রধান
সুনামগঞ্জে কোটি টাকা মূল্যের ভারতীয় ৯০টি গরুসহ নৌকা জব্দ 
সাবেক আইজিপি মোদাব্বির হোসেন চৌধুরীর ইন্তেকাল 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা