মধ্যরাতে যে কারণে স্লোগানে স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

জবি প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৪, ০৮:২০| আপডেট : ১৫ জুলাই ২০২৪, ০৯:০৯
অ- অ+

মধ্যরাতে স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস।

রবিবার দিনগত রাত ১১টার পর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। এরপর রাত সাড়ে ১১টায় ছাত্রীহল থেকে বের হয়ে শিক্ষার্থীরা প্রতিবাদী মিছিল বের করে।

এ সময় তারা ‘আমি কে তুমি কে? রাজাকার, রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি করেন, ‘তাদেরকে ‘রাজাকারের বাচ্চা’ বলা হয়েছে। তারা বলেন, ‘দেশের ছাত্রজনতাকে কখনোই কেউ রাজাকার বলতে পারেন না। এমন উক্তির প্রতিবাদে আমরা এতো রাতে রাস্তায় নেমেছি।’

এছাড়া রাতে মেয়েদের হল থেকে বের হওয়া নিষিদ্ধ হলেও তারা হলের গেস্ট রুমের পকেট গেট দিয়ে বের হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। ছাত্রীহল ও মেস থেকে বেরিয়ে সবাই তাঁতিবাজার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।

(ঢাকাটাইমস/১৫জুলাই/এজে)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আজই পুতুলের সূচনা ফাউন্ডেশন ও জয়ের সিআরআই-এর নথি চায় দুদক
মৃত ব্যক্তি নেপচুন ল্যান্ডের পরিচালক! ইউনাইটেড গ্রুপের আরও এক ভয়াবহ জাল জালিয়াতির ঘটনা উদঘাটন
ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সভাপতি সুজন গ্রেপ্তার
হুসেইন মুহম্মদ এরশাদের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা