মধ্যরাতে যে কারণে স্লোগানে স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

মধ্যরাতে স্লোগানে উত্তাল জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস।
রবিবার দিনগত রাত ১১টার পর বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে শিক্ষার্থীরা স্লোগান দিতে থাকেন। এরপর রাত সাড়ে ১১টায় ছাত্রীহল থেকে বের হয়ে শিক্ষার্থীরা প্রতিবাদী মিছিল বের করে।
এ সময় তারা ‘আমি কে তুমি কে? রাজাকার, রাজাকার’, ‘এই বাংলার মাটি- রাজাকারের ঘাঁটি’- ইত্যাদি স্লোগান দিতে থাকেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা দাবি করেন, ‘তাদেরকে ‘রাজাকারের বাচ্চা’ বলা হয়েছে। তারা বলেন, ‘দেশের ছাত্রজনতাকে কখনোই কেউ রাজাকার বলতে পারেন না। এমন উক্তির প্রতিবাদে আমরা এতো রাতে রাস্তায় নেমেছি।’
এছাড়া রাতে মেয়েদের হল থেকে বের হওয়া নিষিদ্ধ হলেও তারা হলের গেস্ট রুমের পকেট গেট দিয়ে বের হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। ছাত্রীহল ও মেস থেকে বেরিয়ে সবাই তাঁতিবাজার মোড়ে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করেন।
(ঢাকাটাইমস/১৫জুলাই/এজে)

মন্তব্য করুন