চার সন্তানকে নিয়ে কুয়াতে ঝাঁপ নারীর, মা বাঁচলেও ৪ শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ জুলাই ২০২৪, ১২:১০| আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১২:৪৪
অ- অ+

ঝগড়ার সময় চড় মেরেছিলেন স্বামী। সেই রাগে চার সন্তানকে নিয়ে কুয়াতে ঝাঁপ দিলেন নারী। সঙ্গে সঙ্গে উদ্ধারে নামে স্থানীয়রা। তবে সেই নারীকে বাঁচানো গেলেও চার সন্তানকে বাঁচানো যায়নি।

রবিবার ভারতের মধ্য প্রদেশের মন্দসৌর জেলার পিপালখেদায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সি ওই নারীর নাম সুগনা বাঈ। প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঝগড়ার সময় সুগনার স্বামী রোদু সিং তাকে চড় মারেন। তারপরই চার সন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন সুগনা। স্থানীয় একটি স্কুলে গিয়ে আশ্রয় নেন। রাতে সেখানেই সন্তানদের নিয়ে থাকেন তিনি। রবিবার সকাল ৬টার দিকে সন্তানদের নিয়ে কুয়াতে ঝাঁপ দেন।

বিষয়টি জানতে পেরেই উদ্ধারে নামেন স্থানীয় বাসিন্দারা। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় সুগনাকে। তবে চার শিশুর মৃত্যু হয়েছে।

নিহত চার শিশুর নাম অরবিন্দ (১১), অনুষা (৯), বিট্টু (৬) এবং কার্তিক (৩)।

অতিরিক্ত পুলিশ সুপার হেমলতা কুরিল জানান, প্রথমে শিশুদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাদের মরদেহ উদ্ধার হয় কুয়া থেকে। ময়নাতদন্তের জন্য চার শিশুর মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।

সূত্র: এনডিটিভি

(ঢাকাটাইমস/১৫জুলাই/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ছোট পোশাক তারাই পরবে, যাদের মানায়: সিদ্দিকের প্রাক্তন স্ত্রী মিম
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি লিটন গ্রেপ্তার
নিজ স্বার্থে সীমান্তের ওপারে যোগাযোগ রাখবে বাংলাদেশ, কে কী বলল যায় আসে না: নিরাপত্তা উপদেষ্টা
বাংলাদেশের হয়ে খেলতে ফিফার অনুমতি পেলেন সামিত সোম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা