চার সন্তানকে নিয়ে কুয়াতে ঝাঁপ নারীর, মা বাঁচলেও ৪ শিশুর মৃত্যু

ঝগড়ার সময় চড় মেরেছিলেন স্বামী। সেই রাগে চার সন্তানকে নিয়ে কুয়াতে ঝাঁপ দিলেন নারী। সঙ্গে সঙ্গে উদ্ধারে নামে স্থানীয়রা। তবে সেই নারীকে বাঁচানো গেলেও চার সন্তানকে বাঁচানো যায়নি।
রবিবার ভারতের মধ্য প্রদেশের মন্দসৌর জেলার পিপালখেদায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।
পুলিশ জানিয়েছে, ৪০ বছর বয়সি ওই নারীর নাম সুগনা বাঈ। প্রাথমিক তদন্তে জানা গেছে, শনিবার সন্ধ্যায় ঝগড়ার সময় সুগনার স্বামী রোদু সিং তাকে চড় মারেন। তারপরই চার সন্তানকে নিয়ে বাড়ি ছাড়েন সুগনা। স্থানীয় একটি স্কুলে গিয়ে আশ্রয় নেন। রাতে সেখানেই সন্তানদের নিয়ে থাকেন তিনি। রবিবার সকাল ৬টার দিকে সন্তানদের নিয়ে কুয়াতে ঝাঁপ দেন।
বিষয়টি জানতে পেরেই উদ্ধারে নামেন স্থানীয় বাসিন্দারা। জীবিত অবস্থায় উদ্ধার করা হয় সুগনাকে। তবে চার শিশুর মৃত্যু হয়েছে।
নিহত চার শিশুর নাম অরবিন্দ (১১), অনুষা (৯), বিট্টু (৬) এবং কার্তিক (৩)।
অতিরিক্ত পুলিশ সুপার হেমলতা কুরিল জানান, প্রথমে শিশুদের খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে তাদের মরদেহ উদ্ধার হয় কুয়া থেকে। ময়নাতদন্তের জন্য চার শিশুর মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত শুরু হয়েছে।
সূত্র: এনডিটিভি
(ঢাকাটাইমস/১৫জুলাই/এমআর)

মন্তব্য করুন