কোটা সংস্কার আন্দোলনে হামলার প্রতিবাদে ছাত্রলীগ নেতার পদত্যাগ

চলমান কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ছাত্রলীগ থেকে পদত্যাগ করেছেন শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওলপুর ইউনিয়ন শাখার যুগ্ম সাধারণ সম্পাদক কাজী ইসহাক।
সোমবার রাত ১২টা ১৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে কাজী ইসহাক তার আইডিতে পোস্ট করে ছাত্রলীগ থেকে পদত্যাগের ঘোষণা দেন।
ফেসবুকে ইসহাক লিখেন, ‘আমি বাংলাদেশ ছাত্রলীগ, আলাওলপুর ইউনিয়ন শাখার, যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে সম্পূর্ণ সজ্ঞানে পদত্যাগ করলাম।’ তিনি ফেসবুকের আরেকটি পোস্টে লিখেন, ‘ঘৃণা করলাম সংগঠন ছাত্রলীগকে। দুনিয়াতে তুমি যে দল করবে আখিরাতে তুমি সেই দলভুক্ত হয়ে হাশরের ময়দানে উঠবে।’
কাজী ইসহাকের কাছে এই বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি একসময় ছাত্রলীগকে খুব পছন্দ করতাম। আমার পরিবার ও কাছের ভাইরা সবাই ছাত্রলীগ করত। তখন ছাত্রলীগের একটা ভালো সময় ছিল এবং আমি বিশ্বাস করতাম তারা ভালো কাজ করে, কল্যাণে কাজ করে, দেশের জন্য কাজ করে। কিন্তু গত তিন বছর ধরে তাদের কর্মকাণ্ড আমার ভালো লাগছে না। আজকের কোটা আন্দোলনকারীদের ওপর হামলার বিষয়টি মানার মতো নয়। দেশে প্রশাসন আছে, তারা বিষয়টি দেখবে। সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনে ছাত্রলীগ সরাসরি ক্ষমতা খাটাতে পারে না।’
ইসহাক আরও বলেন, ‘যেহেতু ছাত্রলীগ সংবিধান অনুযায়ী চলছে না, তাই আমি ছাত্রলীগ থেকে পদত্যাগ করছি। বঙ্গবন্ধুর সময়ের ছাত্রলীগ সম্পর্কে পড়েছি, জেনেছি, তাই আমি ভালোবাসতাম। কিন্তু এখনকার ছাত্রলীগ আগের মতো নয়। এজন্য আমি নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছি।
শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাতবর বলেন, ‘দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে তাকে দল থেলে বহিষ্কার করা হতে পারে- এই ভেবে সে পদত্যাগ করেছে।’
ঢাকাটাইমস/১৬জুলাই/মোআ)

মন্তব্য করুন