নতুনবাজারে ইউআইইউ শিক্ষার্থীরা, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৩:৪৭| আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৪:২০
অ- অ+

সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে রাজধানীর নতুনবাজার এলাকায় অবস্থান নিয়েছেন ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা।

মঙ্গলবার বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে অবস্থান নেন বলে জানান ডিএমপির বাড্ডা জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) রাজন কুমার সাহা।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে তিনি বলেন, তবে এখনো আন্দোলনরত শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে রেখেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এর আগে সকাল ১০টার দিকে নতুনবাজারে সড়ক অবরোধ করে অবস্থান নেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। ইউনাইটেড ইউনিভার্সিটির কয়েক শ শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছেন।

এদিকে একই দাবিতে রাজধানীর বাড্ডায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এদিন সকাল সাড়ে ১০টার দিকে রাস্তার একপাশ অবরোধ করে বিক্ষোভ করছেন তারা। এর ফলে বাড্ডা থেকে কুড়িল বিশ্বরোডমুখী সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে মেরুল বাড্ডা থেকে রামপুরাগামী রাস্তায় যান চলাচল আংশিকভাবে চলছে। শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদ এবং প্রধানমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার ও কোটা সংস্কারের একদফা দাবিতে দেশের সব বিশ্ববিদ্যালয়ে বিকাল ৩টায় বিক্ষোভ মিছিল করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

অন্যদিকে মহান স্বাধীনতাকে কটাক্ষ, রাজাকারদের পক্ষে সাফাই এবং সাধারণ শিক্ষার্থী ও নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে দুপুর দেড়টায় ঢাবির রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ছাত্রলীগ।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে সাপ নিয়ে খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের
হলি আর্টিজানের ঘটনায় ডিএমপি কমিশনারের বক্তব্য ভিন্নভাবে উপস্থাপন হয়েছে : মুখপাত্র
নোবিপ্রবিতে ছাত্রী হলে পুরুষ স্টাফ দিয়ে রুমে তল্লাশি, বিক্ষোভ
এনআরবিসি ব্যাংকের অডিট কমিটির সভা অনুষ্ঠিত 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা