ঢাকা কলেজের সামনে সংঘর্ষে একজনের মৃত্যু, মেলেনি পরিচয়

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ১৭:৫৯| আপডেট : ১৬ জুলাই ২০২৪, ১৮:৩৮
অ- অ+

রাজধানীর ঢাকা কলেজের সামনে কোটা সংস্কার দাবিতে আন্দোলনকারী ও ছাত্রলীগ নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। তাৎক্ষণিক তার পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ২৫ বছর।

মঙ্গলবার বিকাল পাঁচটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে বিকাল চারটার দিকে ঢাকা কলেজের সামনে থেকে ওই অজ্ঞাতপরিচয় যুবককে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নেন পথচারীরা। এরপর হাসপাতালের চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

চিকিৎসকদের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া। তিনি বলেন, গুরুতর জখম ওই যুবককে উদ্ধার করে কয়েকজন হাসপাতালে আনেন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেছেন। তার মরদেহ হাসপাতালের মর্গে নেওয়া হয়েছে।

এদিকে ঘটনাস্থলে থাকা অনেকে জানিয়েছেন, নিহত ওই ব্যক্তি একজন হকার বলে মনে হয়েছে। কোটা সংস্কার আন্দোলনের মধ্যে তিনি উভয় পক্ষের (সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ) সংঘর্ষ চলাকালে হামলার শিকার হন। দ্রুত কয়েকজন তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়।

পুলিশের নিউমার্কেট অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার মো. রিফাতুল ইসলাম বলেন, বিকালে ঢাকা কলেজের সামনের রাস্তায় এক দল লোককে এক ব্যক্তিকে পেটাতে দেখেছেন তারা। পরে শুনেছেন তিনি ঢাকা মেডিকেলে মারা গেছেন।

এদিকে ঢামেক সূত্রে জানা গেছে, রাজধানীর বিভিন্ন স্থানে সংঘর্ষ চলাকালে অন্তত ৫০ জন আহত অবস্থায় হাসপাতালে এসেছেন। তাদেরকে চিকিৎসা দেওয়া হচ্ছে। অধিকাংশ মারধরে রক্তাক্ত অবস্থায় আসছেন।

কোটা সংস্কারের আন্দোলনে থাকা শিক্ষার্থীদের সঙ্গে মঙ্গলবার বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, কলেজের শিক্ষার্থীরা অংশ নিয়ে আন্দোলন করছেন। তাতে অনেক জায়গায় পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে। এখন পুরো রাজধানী থমথমে অবস্থায় রয়েছে।

(ঢাকাটাইমস/১৬জুলাই/এসএস/ইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার আদালত অবমাননার মামলায় অ্যামিকাস কিউরি নিয়োগ
ইরানে দখলদার ইসরাইলি হামলায় নিহত বেড়ে ৬৩৯
‘বাংলাদেশ রিপাবলিক পার্টি’র আত্মপ্রকাশ শুক্রবার
সন্তানকে হত্যা করে ঘরে পুঁতে রাখলেন বাবা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা