বোয়ালমারীর শেখর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি জেলা প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ২০:০১| আপডেট : ১৬ জুলাই ২০২৪, ২০:১১
অ- অ+

ফরিদপুরের বোয়ালমারীতে ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডের চাল আত্মসাতের অভিযোগের সত্যতা পায়নি জেলা প্রশাসন। উপজেলার শেখর ইউপি চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়।

সোমবার অভিযোগের তদন্ত শেষ করেন ফরিদপুর জেলা প্রশাসকের কার্যালয়ের জেএম শাখার সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাজিদ উল মাহুমুদ। তিনি জানান, ইউনিয়ন পরিষদের সদস্য, চৌকিদার, স্থানীয় নাগরিক ও উপকারভোগীদের সঙ্গে কথা বলে অভিযোগের সত্যতা পাননি।

কামাল আহমেদ প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং অত্যন্ত সচ্ছল পরিবারের সন্তান। তিনি ব্যক্তিগত তহবিল থেকে এলাকার অসচ্ছল দুস্থ মানুষকে সহযোগিতা করেন। তবে একটি মহল রাজনৈতিক প্রতিহিংসাবশত তার সম্মানহানি করার অপচেষ্টা করে আসছে। ওই চক্রটি সম্প্রতি তার বিরুদ্ধে অভিযোগ দেয়।

গত ১২ জুন চেয়ারম্যান কামাল আহমেদের বিরুদ্ধে অসহায় হতদরিদ্রদের ভিজিডি কার্ডধারীদের চাল, টিসিবি কার্ড, সার, বীজ, হাটবাজারের ইজারার টাকা আত্মসাৎসহ বিভিন্ন অভিযোগে জেলা প্রশাসক বরাবর লিখিত অভিযোগ করেন স্থানীয় কয়েকজন। এরপর জেলা প্রশাসকের নির্দেশে ঘটনাস্থল শেখর গিয়ে তদন্ত করেন সাজিদ উল মাহুমুদ।

চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, ‘আমার নামে রাজনৈতিক প্রতিপক্ষরা নিজেদের স্বার্থ হাসিল করতে নানা প্রোপাগান্ডা ছড়িয়ে সম্মানহানি করছেন। তদন্তকারী কর্মকর্তা ও নানা মহলের লোকজনকে সামনে করে আল্লাহকে সাক্ষী রেখে বলতে চাই, সরকারিভাবে প্রাপ্ত জনগণের একটি টাকাও আমি আত্মসাৎ করি না।’

জানতে চাইলে তদন্তকারী কর্মকর্তা সাজিদ উল মাহুমুদ বলেন, শেখর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ পেয়ে তদন্ত করতে স্থানীয় নাগরিক ও উপকারভোগীদের সঙ্গে কথা বলেছি। পাশাপাশি সবার সামনে উন্মুক্ত মতামত শুনেছি। তবে মতামতে চাল আত্মসাতের সত্যতা পাইনি।

(ঢাকাটাইমস/১৬জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হবিগঞ্জে ট্রাক-মাইক্রোবাসের সংঘর্ষে নিহত ২
রাজনৈতিক দলগুলোর সঙ্গে ফের সংলাপে জাতীয় ঐকমত্য কমিশন
শুরুতেই তিন উইকেট হারিয়ে চাপে লঙ্কানরা
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা