মহাখালী রণক্ষেত্র

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৬ জুলাই ২০২৪, ২০:১১
অ- অ+

রাজধানীর মহাখালীতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার দিকে এই সংঘর্ষ শুরু হয়।

শিক্ষার্থীদের সড়কে অবস্থান নিয়ে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করতে দেখা গেছে। অন্যদিকে পুলিশ ও ছাত্রলীগ তাদের সড়ক থেকে তুলে দিতে ইটপাটকেল, টিয়ারসেল নিক্ষেপ করেছে। ফলে ওই সড়কের যান চলাচল বন্ধ রয়েছে।

সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে তেজগাঁও-বনানী সড়কের মহাখালী রেললাইনের পাশে বসে বিক্ষোভ করছিলেন শিক্ষার্থীরা। তিতুমীর কলেজ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা সেখানে জড়ো হয়। এসময় তারা রেল চলাচল বন্ধ করে দেন। দীর্ঘসময় পর রেল চলাচল স্বাভাবিক হলেও পুলিশ শিক্ষার্থীদের সড়ক থেকে তুলে দেওয়ার চেষ্টা করে। এতে ছাত্রলীগও জড়ো হয়। উভয় গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে একপক্ষ রেল লাইনের পাড়ে দাঁড়িয়ে শিক্ষার্থীদের পাথর ছুঁড়তে থাকে। বর্তমানে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা।

এখন পর্যন্ত সংঘর্ষে দেশের বিভিন্ন এলাকায় ছয়জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রাজধানীসহ ছয় জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে। জেলাগুলো হলো- ঢাকা, গাজীপুর, চট্টগ্রাম, বগুড়া, রংপুর এবং রাজশাহী।

সবশেষ সন্ধ্যা সাতটার দিকে পুলিশের প্রতিরোধের মুখে মহাখালী মূল সড়ক থেকে সড়ে গিয়ে রেললাইনে অবস্থান নিয়েছেন কোটা আন্দোলনকারীরা। তবে বন্ধ রয়েছে রেলপথ।

ঢাকাটাইমস/১৬জুলাই/এসএস/ইএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
চট্টগ্রামে ৩১৭০ লিটার অবৈধ অকটেনসহ আটক ১
বহিষ্কৃত যুবদল নেতা জাহিদ মোড়লের বড় ভাই দেলোয়ার গ্রেপ্তার
২৪ ঘণ্টায় মহাখালী কাণ্ডসহ যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে বিএনপি
ছয় মাসে ১৭৯৫৭ দুর্ঘটনায় সড়কে ঝরল ২৭৭৮ প্রাণ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা