আত্মরক্ষায় মরিচের স্প্রে হাতে আন্দোলনে নারী শিক্ষার্থীরা

কোটা সংস্কারের এক দফা দাবি ও আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এই আন্দোলনে নিজেদের আত্মরক্ষায় হাতে গুড়া মরিচের স্প্রে নিয়ে সড়কে অবস্থান নিয়েছেন নারী শিক্ষার্থীরা।
মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় এ দৃশ্য দেখা যায়।
নাম প্রকাশে অনিচ্ছুক ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী বলেন, ‘আত্মরক্ষার জন্য মরিচের স্প্রে প্রস্তুত রাখা হয়েছে।’
তিনি বলেন, ‘গতকাল হামলাকারীরা আমাদের নারীদের শিক্ষার্থীদের ওপর নির্যাতন চালিয়েছে। সেইসঙ্গে আহত শিক্ষার্থীদের নিয়ে হাসপাতালে যাওয়ার সময় আমাদের গায়ে হাত দিয়েছে তারা। এজন্য আমরা আত্মরক্ষার জন্য কৌশল অবলম্বন করছি।’
কোটা সংস্কারের দাবিতে সারাদেশে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর মঙ্গলবার বিভিন্ন স্থানে ছাত্রলীগ-যুবলীগ কর্মীরা হামলা চালায়। এতে শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষ বাঁধে ঢাকাসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও অন্যান্য এলাকায়। কোথাও কোথাও পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি চালায়। এসব সংঘর্ষের ফলে সারাদেশে শিক্ষার্থী ও পথচারীসহ ছয়জন নিহত হয়েছেন। এর মধ্যে চট্টগ্রামে তিনজন, ঢাকায় দুইজন এবং রংপুরে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
উল্লেখ্য, চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রশ্ন করেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে এত ক্ষোভ কেন? মুক্তিযোদ্ধার নাতিপুতিরা কিছুই পাবে না, তাহলে কি রাজাকারের নাতিপুতিরা সব পাবে?’ প্রধানমন্ত্রীর এমন মন্তব্যের পর আন্দোলনকারীরা অভিযোগ করেন যে, তাদের ‘রাজাকারের বাচ্চা বা নাতিপুতি’ বলা হয়েছে। এই অভিযোগে রবিবার রাত থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতিবাদ শুরু করেন, যা দ্রুত রাজধানী এবং এরপর সারাদেশে ছড়িয়ে পড়ে।
(ঢাকাটাইমস/১৬জুলাই/এলএম/এসআইএস)

মন্তব্য করুন