বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন: আশুরার কারণে বুধবার কর্মসূচি থাকছে না

পবিত্র আশুরার কারণে বুধবার কোটা সংস্কারের দাবিতে আন্দোলরনত শিক্ষার্থীদের কোনো কর্মসূচি থাকছে না। তবে আন্দোলন চলমান থাকবে বলে ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি চত্বরে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ।
হাসনাত আব্দুল্লাহ বলেন, ‘সারাদেশে আন্দোলনকারীদের ওপর রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় হামলা চালানো হয়েছে। দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে।’
গত সোমবার শিক্ষার্থীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে এবং কোটা সংস্কারের এক দফা দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার সারাদেশের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করার কথা ছিল। কিন্তু এদিন বিভিন্ন এলাকায় ছাত্রলীগ আগে থেকেই অবস্থান নেয়। ছাত্রলীগের সঙ্গে এদিন যুবলীগ কর্মীরাও যোগ দেয়।
ঢাকাসহ সারাদেশে ছাত্রলীগ ও যুবলীগ কর্মীরা শিক্ষার্থীদের ওপর হামলা করে। এতে শিক্ষার্থীদের সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষ বাঁধে। সংর্ঘষে ঢাকাসহ সারাদেশে ৬ জনের মৃত্যু হয়।
এদিন রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় থেকে দুপুরে প্রথম পুলিশের গুলিতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর আসে। এরপর চট্টগ্রামে শিক্ষার্থীসহ ৩ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। অন্যদিকে সন্ধ্যায় ঢাকা কলেজে ও সিটি কলেজ এলাকায় দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
(ঢাকাটাইমস/১৬জুলাই/এসআইএস)

মন্তব্য করুন