শিক্ষার্থীদের ওপর হামলায় ড্যাবের নিন্দা, কোটা বাতিলের দাবি

কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং প্রধানমন্ত্রীর বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। একই সঙ্গে কোটা বাতিলের দাবি জানানো হয়েছে।
বুধবার সংগঠনের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. আব্দুস সালাম স্বাক্ষরিত এক যৌথ বিবৃতিতে এ প্রতিবাদ জানান।
বিবৃতিতে বলা হয়েছে, গত ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়সহ আরও কয়েকটি প্রধান বিশ্ববিদ্যালয়ের কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনরত সাধারণ শিক্ষার্থীদের ওপর সরকার সমর্থিত সন্ত্রাসীরা ন্যাক্কারজনকভাবে নৃশংস হামলা চালিয়েছে। হমলায় এখন পর্যন্ত সারা দেশে ৬ জন সাধারণ শিক্ষার্থী নিহত হয়েছে, শত শত ছাত্রছাত্রী গুরুতর আহত হয়েছে এবং অনেকের অবস্থা আশংকাজনক। নারী শিক্ষার্থীরাও এই ভয়ংকর হামলা থেকে রক্ষা পায়নি। এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা, প্রতিবাদ ও ধিক্কার জানাচ্ছে ড্যাব।
এতে আরও বলা হয়েছে, চাকরিতে কোটা রেখে পেশাজীবীদের মধ্যে নিজেদের বংশবদ তৈরির যে নীলনকশা বর্তমান ক্ষমতাসীন সরকার করেছে তার ফলে সাধারণ চাকরি প্রার্থীদের মধ্যে তৈরি হয়েছে বৈষম্যজনিত হতাশা।
বিবৃতিতে বলা হয়, ২০১৮ সালে বাতিল হওয়া কোটা ২০২৪ সালে এসে আবারও চালু হলে স্বাভাবিকভাবেই তা সাধারণ শিক্ষার্থীদের হতাশ করে। এই হতাশা থেকে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে নামে সাধারণ শিক্ষার্থীরা। কিন্তু সাধারণ শিক্ষার্থীদের এ যৌক্তিক দাবিকে গঠনমূলক আলোচনার ভিত্তিতে সমাধান না করে বরং তাদের নেতিবাচকভাবে স্বাধীনতাবিরোধী হিসেবে অভিহিত করা হয়। সম্প্রতি সরকার প্রধানের নেতিবাচক মন্তব্যে ফুঁসে উঠে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। এরই ধারাবাহিকতায় গত ১৫ জুলাই সারাদিন সরকার সমর্থিত সন্ত্রাসীদের লেলিয়ে দেওয়া হয় নিরীহ আন্দোলনকারীদের ওপর। সন্ত্রাসীরা নানা ধরনের অস্ত্র হাতে প্রশাসনের ছত্রছায়ায় পৈশাচিক আক্রমণ করে সাধারণ শিক্ষার্থীদের রক্তাক্ত করে। এখানে পুলিশ বাহিনী ছিল যথারীতি দর্শকের ভূমিকায়।
এ রকম ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন ড্যাবের সভাপতি ও মহাসচিব।
তারা বলেন, এসব সন্ত্রাসীর হামলায় আহত ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের অসংখ্য শিক্ষার্থীর প্রতি ড্যাবের পক্ষ থেকে সমবেদনা জ্ঞাপন করছে। ড্যাব নেতারা সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে একাত্মতা ঘোষণা করছে এবং প্রশাসনের ছত্রছায়ায় এমন ঘৃণিত হামলার তীব্র নিন্দা জানাচ্ছে এবং একটি নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হামলাকারীদের যথাযথ বিচার দাবি করছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রীর এমন তাচ্ছিল্যপূর্ণ ও অপমানজনক বক্তব্যের তীব্র প্রতিবাদ জানাচ্ছে।
বিবৃতিতে আরও বলা হয়েছে, দেশের উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানের ভূমিকা অগ্রগণ্য। তাই দেশের স্বার্থে শিক্ষা প্রতিষ্ঠানে পেশী শক্তির ব্যবহার রহিত করে শান্তিপূর্ণ, আতংকমুক্ত শিক্ষার পরিবেশ আনা অতীব জরুরি। একই সঙ্গে শিক্ষার্থীদের চাকরিপ্রাপ্তির ক্ষেত্রে সব ধরনের অযৌক্তিক কোটা প্রত্যাহার করার জোর দাবি জানাচ্ছে ড্যাব।
(ঢাকাটাইমস/১৭জুলাই/জেবি/এফএ)

মন্তব্য করুন