এপিসি-জলকামান নিয়ে রাজধানীতে শক্ত অবস্থানে পুলিশ

চলমান কোটা সংস্কার আন্দোলনে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানীতে সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে পুলিশ। জলকামানের পাশাপাশি এপিসি (আর্মার্ড পার্সোনেল ক্যারিয়ার) নিয়ে গুরুত্বপূর্ণ বিভিন্ন মোড়ে অবস্থান নিয়েছে পুলিশ সদস্যরা।
বুধবার রাতে রাজধানীর ফার্মগেট আনন্দ সিনেমা হলের সামনে জলকামান এবং ফার্মগেট মোড়ে পুলিশের এপিসি দেখা গেছে। এছাড়া বিভিন্ন মোড়ে মোড়ে পুলিশের বাড়তি টহল টিম রয়েছে। এর বাইরে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), র্যাব, আনসারের বিপুল সংখ্যক সদস্য মাঠে নামানো হয়েছে।
এদিকে রাতে যাত্রাবাড়ীতে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। যা এরিপোর্ট লেখা পর্যন্ত চলছিল।
মঙ্গলবার দেশব্যাপী ছাত্রলীগ ও পুলিশের সঙ্গে কোটা সংস্কার আন্দোলনরতদের ব্যাপক সংঘর্ষ হয়। এতে ছয়জনের মৃত্যু এবং বহু হতাহত হয়েছে। একইরকম বুধবার রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে পুলিশ গুলি ছুঁড়েছে। এতে অনেকে গুলিবিদ্ধ হয়েছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকদের লক্ষ্য করেও সাউন্ডগ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করা হয়েছে। এতে পাঁচজন সাংবাদিক আহত হয়েছেন। আন্দোলন দমাতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালেয়ে পুলিশের গুলি ও টিয়ারশেলে দুই সাংবাদিকসহ অন্তত ৩০ শিক্ষার্থী আহত হয়েছেন।
এদিকে ধারাবাহিক হামলা ও হতাহতের প্রতিবাদে বৃহস্পতিবার সারাদেশে ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
(ঢাকাটাইমস/১৭জুলাই/এসএস/এসআইএস)

মন্তব্য করুন