মাদারীপুরে পুলিশ ও ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে আন্দোলনকারী শিক্ষার্থী নিহত

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৮ জুলাই ২০২৪, ১৫:৪৮| আপডেট : ১৮ জুলাই ২০২৪, ১৬:১১
অ- অ+

মাদারীপুরে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ছাত্রলীগের ত্রিমুখী সংঘর্ষে দীপ্ত দে নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী নিহত হয়েছে।

বৃহস্পতিবার সকালে পুলিশের ধাওয়া খেয়ে শহরের শকুনি লেকের পানিতে পড়ে তিনি নিহত হন।

নিহত দীপ্ত দে মাদারীপুর পৌর শহরের আমিরাবাদ এলাকার স্বপন দে ছেলে। তিনি মাদারীপুর সরকারি কলেজের রসায়ন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল দুপুর সাড়ে ১২টার দিকে নিহতের লাশ উদ্ধার করেছে।

সংঘর্ষ চলাকালে আট শিক্ষার্থীকে আটক করেছে সদর থানা পুলিশ। এর আগে সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত দুই ঘণ্টাব্যাপী থেমে থেকে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। সময় পুলিশ অন্তত ২০ রাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে।

স্থানীয়দের কাছ থেকে জানা যায়, কোটাবিরোধী আন্দোলনকারীরা সকাল ১০টার দিকে ইউনাইটেড ইসলামিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জড়ো হয়। পরে প্রায় পাঁচ শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিল নিয়ে পৌর শহরের ডিসি ব্রিজ এলাকা দিয়ে পুরাতন কোর্টের দিকে এগোতে থাকে। সময় সদর থানা পুলিশের সঙ্গে ছাত্রলীগ নেতাকর্মীরা মিলিত হয়ে কোটাবিরোধীদের ধাওয়া দেয়। শিক্ষার্থীরা প্রতিরোধ করতে গেলে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রায় ২৫ জন আন্দোলনকারী শিক্ষার্থী আহত হয়। সংঘর্ষের সময় পুলিশের ধাওয়া খেয়ে চার শিক্ষার্থী শকুনি লেকে লাফ দিয়ে পড়ে যায়। পরে তিনজন সাঁতরে উপরে উঠলেও দীপ্ত দে নিখোঁজ থাকে। পরে ফায়ার সার্ভিসের লোকজন চেষ্টা চালিয়ে তার লাশ উদ্ধার করে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার মনিরুজ্জামান ফকির বলেন, ঘটনায় পুলিশ অন্তত ১শরাউন্ড ফাঁকা গুলি বর্ষণ করেছে এবং আটজনকে আটক করেছে। প্রায় দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে মাদারীপুর-শরীয়তপুর আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। একজনের লাশ উদ্ধার উদ্ধার করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৮জুলাই/পিএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি বণ্টন চুক্তি ও বিশেষ ভিসা সুবিধা বাতিল করল ভারত
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের ৩৮টি ব্যাংক হিসাব জব্দ
আগামী অর্থবছরে বাংলাদেশের মূল্যস্ফীতি কমবে, বাড়বে জিডিপি প্রবৃদ্ধি: আইএমএফ
পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে দোহা থেকে সরাসরি রোমে যাবেন প্রধান উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা