সহিংসতায় সাংবাদিক হতাহতের ঘটনায় স্পেশাল ট্রাইব্যুনাল গঠনের আহ্বান ডিইউজের

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ৩০ জুলাই ২০২৪, ১৫:০৫| আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৬:২৬
অ- অ+

কোটা সংস্কার আন্দোলনে দেশব্যাপী চারজন সাংবাদিক নিহত এবং ২১৮ জন আহত হয়েছেন। সাংবাদিক হতাহতের ঘটনায় অতি দ্রুত স্পেশাল ট্রাইব্যুনাল গঠন করার আহ্বান জানিয়েছে ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)।

মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে ‘কোটা সংস্কার আন্দোলনের আড়ালে দেশব্যাপী নৈরাজ্য, নাশকতা ও হামলায় সাংবাদিক নিহত-আহত এবং সংবাদ মাধ্যমের গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের’ প্রতিবাদে ডিইউজে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ আহ্বান জানান সাংবাদিক নেতারা।

সমাবেশে ডিইউজে সভাপতি সোহেল হায়দার চৌধুরী সাংবাদিক হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বলেন, “কোটা সংস্কার আন্দোলনে সংবাদ সংগ্রহ করতে গিয়ে যে সাংবাদিকরা আহত এবং নিহত হয়েছেন তাদের পরিবারের পর্যাপ্ত ক্ষতিপূরণ এবং রাষ্ট্র যাতে তাদের দায়িত্ব নেয় সেজন্য আজকে আমরা এখানে দাঁড়িয়েছি।”

তিনি বলেন, “নিহতদের পরিবারকে রাষ্ট্রের সবধরনের সাহায্য করতে হবে। যারা আহত হয়েছেন তারা সুস্থ না হওয়া পর্যন্ত সাহায্য করতে হবে। তাদের পরিবারের যেকোনো একজন সদস্যকে চাকরির ব্যবস্থা করে দিতে হবে। প্রত্যেক সংবাদকর্মীর দায়িত্ব তাদের মালিককে গ্রহণ করতে হবে। নিরাপত্তার নিশ্চয়তা দিতে হবে।” বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) সভাপতি ওমর ফারুক বলেন, “বারবার সাংবাদিকদের ওপর নির্যাতনের ঘটনা ঘটতেই থাকে। সেজন্য আমাদের একটাই দাবি, সেটি হলো স্পেশাল ট্রাইব্যুনাল করতে হবে।”

মালিক পক্ষকে উদ্দেশ্য করে তিনি বলেন, “যারা সাংবাদিকদের ওপর হামলা করেছে তাদের সংবাদ সংগ্রহ করা বন্ধ করুন।”

বিএফইউজের মহাসচিব দ্বীপ আজাদ বলেন, “প্রতিবাদ করতে করতে আমরা ক্লান্ত হয়ে গেলেও আক্রমণকারীরা ক্লান্ত হয় না। এর কারণ হলো সাংবাদিক হত্যার বিচার হয় না। আমাদের চারজন সাংবাদিক নিহত হয়েছেন। সারাদেশে ২১৮ জন সাংবাদিক আহত হয়েছেন। সাংবাদিকদের ৮টি গাড়ি পোড়ানো হয়েছে। ৩৮টি গাড়ি ভাঙচুর করা হয়েছে।”

তিনি বলেন, “সাংবাদিক হত্যা এবং নির্যাতনের বিচার করতে হবে। আমরা নিহত ও আহত সাংবাদিকদের তালিকা করছি।”

সমাবেশে সাংবাদিকসহ যারা আহত ও নিহত হয়েছেন তাদের স্মরণে সাংবাদিক নেতারা দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন এবং দোয়া ও মোনাজাত করেন।

সমাবেশে ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আকতার হোসেনসহ অন্যান্য সাংবাদিক নেতা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে গত সপ্তাহে সারা দেশে বিক্ষোভ ও সংঘর্ষ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব ঘটনায় সাংবাদিকসহ ২০০ জনের বেশি প্রাণহানি ঘটেছে, যদিও সরকারি হিসাবে তা দেড়শ।

গত ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনের সংবাদ সংগ্রহের সময় রাজধানীর যাত্রাবাড়ীতে গুলিবিদ্ধ হয়ে নিহত হন ঢাকা টাইমসের জ্যেষ্ঠ প্রতিবেদক হাসান মেহেদী (৩১)।

(ঢাকাটাইমস/৩০জুলাই/এমআই/এফএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা