যে ক্লাব তাকে পেতে চেয়েছিল সেটিই কিনতে যাচ্ছেন এমবাপ্পে!

বর্তমানে ফুটবল বিশ্বে রাজত্ব করছেন কিলিয়ান এমবাপ্পে। ক্ষীপ্রতা, বল দখলের অনন্য ক্ষমতা, দুর্দান্ত ফিনিশিংয়ের কারণে এমবাপ্পে এখন ফুটবলের মহারাজা। ফরাসি এই সুপারস্টার এবার ফুটবল ক্লাব কিনছেন। মাত্র ২৫ বছর বয়সেই ফুটবল ক্লাবের মালিক বনে যাচ্ছেন তিনি।
এমন খবরই জানিয়েছে ফ্রান্সের সংবাদমাধ্যম লা পারিসিয়েন। সংবাদমাধ্যমটি স্তেফান বিয়াঞ্চি এবং বেঞ্জামিন কুয়ারেজের বরাত দিয়ে জানিয়েছে, এমবাপ্পে ফরাসি ক্লাব কায়েনের সিংহভাগ শেয়ার কিনতে যাচ্ছেন।
বর্তমানে ফরাসি ফুটবলের দ্বিতীয় স্তরে খেলছে কায়েন। ক্লাবটিকে কিনতে তিনি ২ কোটি ইউরো খরচ করছেন বলে জানা গেছে। এর ফলে ক্লাবটির ৮০ ভাগ শেয়ারের মালিকানা পাবেন এই ২৫ বছর বয়সী ফরোয়ার্ড। ক্লাবটিকে লিগ-১ এ উন্নীত করার পাশাপাশি তরুণ ফুটবলার নিয়ে কাজ করতে চান এমবাপ্পে। বর্তমানে ক্লাবটির মালিকানায় আছে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান ওয়াকট্রি।
গত জুনে পিএসজি থেকে ফ্রি ট্রান্সফারে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন এমবাপ্পে। তার আগে কয়েক মৌসুম দলবদলের মৌসুমে এমবাপ্পের রিয়াল মাদ্রিদে যোগ দেয়া নিয়ে নিয়মিতই গুঞ্জন শোনা গেছে। পিএসজিতে রেকর্ড বেতন পাওয়া এই সুপারস্টার ক্লাবের হয়ে প্রায় সব শিরোপাই জিতেছেন। তবে পিএসজিকে কাঙ্ক্ষিত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এনে দিতে পারেননি তিনি। ব্যক্তিগতভাবে পিএসজির ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা হিসেবে নাম লিখিয়েই প্যারিস ছেড়েছেন তিনি।
এমবাপ্পে কখনো কায়েনের হয়ে না খেললেও খ্যাতি অর্জনের আগে এই ক্লাবটির হয়ে ক্যারিয়ার শুরুর প্রবল সম্ভাবনা ছিল তার। ২০১৩ সালে মোনাকোর যুব একাডেমিতে যোগ দেন এমবাপ্পে। কিন্তু সে সময় আদতে তার যোগ দেয়ার কথা ছিল কায়েনে। তার পরিবারের চাওয়াও ছিল এমনই। কিন্তু সেবার লিগ ওয়ান থেকে অবনিমিত হয়ে লিগ টুয়ে নেমে যাওয়ায় এমবাপ্পে চলে যান মোনাকোয়। ১৯১৩ সালে প্রতিষ্ঠিত কায়েন গত মৌসুমে লিগ টুয়ে ষষ্ঠ স্থানে ছিল। ২০১৩ সালে এই ক্লাবেই যোগ দিয়েছিলেন ফ্রান্স জাতীয় দলে এমবাপ্পের সতীর্থ এনগোলো কান্তে। দুই মৌসুমে ক্লাবটির হয়ে ৭৫টি ম্যাচ খেলেন এই ডিফেন্সিভ মিডফিল্ডার।
ভবিষ্যতে নিজের কেনা ক্লাবে কি খেলতে দেখা যাবে এমবাপ্পেকে? সে সম্ভাবনা উড়িয়ে দেয়া যায় না। আইভরিয়ান কিংবদন্তি দিদিয়ের দ্রগবা ২০১৭ সালে নিজের ক্লাব ফোনিক্স রাইজিংয়ের হয়ে খেলেছিলেন। এমবাপ্পেও ক্যারিয়ারের কোনো পর্যায়ে এমন কিছু করলে অবাক হওয়ার জো থাকবে না। (ঢাকাটাইমস/৩০ জুলাই/এনবিডব্লিউ)

মন্তব্য করুন