সোশ্যাল মিডিয়া খুলে দিন: তৃণমূল নাগরিক আন্দোলন

তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি মফিজুর রহমান লিটন এক বিবৃতিতে গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করে বলেছেন, সোশ্যাল মিডিয়া বন্ধ করে দিয়ে সমস্যার সমাধান করা যাবে না। বরং তা বন্ধ রাখাতে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। মানুষ মনে করছে সোশাল মিডিয়া বন্ধ রেখে সরকার দেশের প্রকৃত ঘটনা আড়াল করার অপচেষ্টা করছে।
মঙ্গলবার এক বিবৃতিতে তৃণমূল নাগরিক আন্দোলনের সভাপতি একথা বলেন।
তিনি বলেন, এখন পর্যন্ত যারা নিহত ও আহত হয়েছে তাদের সঠিক তালিকা দ্রুত প্রকাশ করতে হবে। অনেক মায়ের কোল খালি হয়েছে। অনেকে তার সন্তানের লাশ খুঁজে পায়নি। নিহতদের লাশ কারা গুম করলো তাদের তালিকাও জাতি জানতে চায়। সাধারণ নাগরিকদের অধিকার হরণ করবেন না।
ফেইসবুকসহ প্রতিটি সোশ্যাল মিডিয়া খুলে দেওয়ার দাবি জানিয়ে লিটন বলেন, এগুলো বন্ধ থাকলে মানুষ মনে করবে দেশে সরকার দমননীতি করার জন্য এগুলো করছে। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমসহ ইন্টারনেট সুবিধা সহজ করে জনগণকে প্রকৃত সত্য তুলে ধরতে হবে।
ঢাকাটাইমস/৩০জুলাই/জেবি

মন্তব্য করুন