ডিবি কার্যালয়ের সামনে বিশিষ্ট নাগরিকদের মানববন্ধন, দিলেন নতুন ঘোষণা

​​​​​​​নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ১৭:১৮| আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৮:০৮
অ- অ+

কোটা সংস্কার আন্দোলন ঘিরে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আটক শিক্ষার্থীদের মুক্তির দাবিতে ডিবি কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন দেশের বিশিষ্ট নাগরিকরা। মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানো হয়েছে। এছাড়া শুক্রবার জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহযাত্রা’ নামে এক সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা।

বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে রাজধানীর মিন্টো রোডের ডিবি কার্যালয়ের সামনে এই মানববন্ধন শুরু হয়। কর্মসূচি শেষে শুক্রবারের সমাবেশের ঘোষণা দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক রুশাদ ফরিদী।

রুশাদ ফরিদী বলেন, ‘আমাদের কর্মসূচি অব্যাহত থাকবে। আগামীকাল (শুক্রবার) দুপুর ৩টায় জাতীয় প্রেসক্লাবে ‘দ্রোহযাত্রা’ বলে একটি সমাবেশ হবে। এই সমাবেশ থেকে বর্তমান দাবির সাথে অন্যান্য দাবি জোরে-শোরে উচ্চারিত হবে। এবং এই সমাবেশ থেকে ছাত্র, শিক্ষক, সুধিসমাজ বলে কেউ আলাদা করে নেই। আমরা সবাই একত্রিত হবো সেই জায়গায়। এই সমাবেশে আমরা ছোট ছোট জায়গা থেকে একত্রিত হয়ে একটি বিশাল সমাবেশ করবো।’

মানববন্ধনে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সাইমুম রেজা তালুকদার বলেন, ‘আমার প্রশ্ন, আমরা কি কোনো জরুরি অবস্থার মধ্যে আছি? যদি না থাকি তাহলে আমাদের সাংবিধানিক অধিকার দিতে হবে। সভা-সমাবেশের অধিকার, বাক্‌-স্বাধীনতার অধিকার- এগুলো কেন নিশ্চিত করা হচ্ছে না এবং রাস্তায় কেন সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে? কি এমন ঘটেছে যে জরুরি অবস্থার মতো পরিবেশ বাংলাদেশে জারি আছে। এই প্রশ্নের উত্তর সরকারকে দিতে হবে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছয় সমন্বয়ককে হেফাজতে নেওয়ার সমালোচনা করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘আপনাদের কে বলল যে আপনাদের কাছে তারা নিরাপদবোধ করবে? নিরাপত্তার সংজ্ঞা দিয়ে দিয়েন, আমরা সংবিধানে দেখব হেফাজতের আইনে কী কী আছে।

রিজওয়ানা হাসান বলেন, ‘আমরা আসার আগে তাদের (সমন্বয়কদের) ছেড়ে দিয়েছেন বলে শুনেছি। তারা তাদের পরিবারের কাছে গেছে কি না, তা এখনো জানি না। ছেড়ে দেওয়া মানে কিন্তু শুধু পরিবারের কাছে আবদ্ধ নয় কিন্তু। তারা যে কাজটি করেছে, তাতে কোনো অন্যায় নেই। তারা যেন মুক্তভাবে তাদের কাজটি করতে পারে আমরা সে নিশ্চয়তা চাই।

টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘উচ্চপর্যায় থেকে শুরু করে সমস্ত প্রতিষ্ঠানগুলো মিথ্যাচারের আশ্রয় নিয়েছে, প্রতারণার আশ্রয় নিয়েছে। প্রতিটি বিষয়ে, প্রতিটি পর্যায়ে জনগণকে মূর্খ মনে করেছে, অথচ নিজেরা যে মূর্খতার পরিচয় দিচ্ছে সেটি তারা ভুলে গেছে। এই মিথ্যাচার, অন্ধত্ব ও প্রতারণার আশ্রয় নিয়ে তারা যে কাজগুলো করেছে, সেটা সম্পূর্ণ সংবিধান লঙ্ঘন করেছে, আইনের লঙ্ঘন করেছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক ড. আসিফ নজরুল বলেন, ‘সরকার মিথ্যাচার ও বলপ্রয়োগের মাধ্যমে টিকে আছে। যতক্ষণ আমাদের সব আটক ছাত্রকে মুক্তি না দেওয়া হয়, যদি হত্যার বিচার না করা হয়, যদি শিক্ষাঙ্গণ খুলে না দেওয়া হয় অবিলম্বে, তাহলে আমাদের নাগরিক সমাজের আরও বৃহত্তর কর্মসূচি থাকবে।’

কোটা সংস্কার আন্দোলনে আটক সব শিক্ষার্থীর মুক্তির দাবিতে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ের সামনে মানববন্ধন করেছেন বিশিষ্ট নাগরিকরা আজ বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে মিন্টো রোডে অবস্থিত ডিবি কার্যালয়ের গেটে মানববন্ধন শুরু হয়

মানববন্ধন থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে সারাদেশে গ্রেপ্তারকৃত শিক্ষার্থীদের মুক্তির দাবি জানানো হয়েছে এছাড়া শুক্রবার জাতীয় প্রেসক্লাবেদ্রোহযাত্রানামে এক সমাবেশের ঘোষণা দিয়েছেন তারা এতে সব শ্রেণি-পেশার মানুষকে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়

(ঢাকাটাইমস/০১আগস্ট/এলএম/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা, ভাঙচুর
গোপালগঞ্জে ঘৃণ্য-বর্বর হামলাকারীদের বিচার হবেই: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি
আ.লীগের সারা দেশের নেতাকর্মীরা গোপালগঞ্জে ক্যান্টনমেন্ট বানিয়েছে: নাসিরউদ্দিন পাটোয়ারী
গোপালগঞ্জে ‘অবরুদ্ধ’ এনসিপির কেন্দ্রীয় নেতারা, সড়ক অবরোধ, গোলাগুলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা