জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে গৌরব ’৭১-এর অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০১ আগস্ট ২০২৪, ১৭:৪১| আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৭:৫৪
অ- অ+

জামায়াতক-শিবিরকে নিষিদ্ধ করায় সরকারকে অভিনন্দন জানিয়েছে স্বাধীনতার স্বপক্ষের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন গৌরব ‘৭১। সংগঠনের সভাপতি এস এম মনিরুল ইসলাম মনি ও সাধারণ সম্পাদক এফ এম শাহীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংগঠনটির বিজ্ঞপ্তিতে বলা হয়,‘জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং এর অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরকে শুধু রাজনৈতিকভাবে নিষিদ্ধ করলেই চলবে না- তাদের সব আর্থিক প্রতিষ্ঠানকে বাজেয়াপ্ত করে সেই সম্পদ রাষ্ট্রীয় কোষাগারে জমা করতে হবে। জামায়াত-শিবিরের জঙ্গি কার্যক্রম বন্ধ করতে হলে তাদের সব সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় প্রতিষ্ঠানও নিষিদ্ধ জরুরি। জামায়াত-শিবিরের নেতারা যেন একই আদর্শে নতুন করে কোনো রাজনৈতিক দল গঠন করতে না পারে- সেইদিকে লক্ষ্য রাখতে হবে।

গৌরব ’৭১ মনে করে, স্পর্শকাতর ইস্যুতে রাজনীতি করা ভালো- কিন্তু সেটা অতি দীর্ঘ হয়ে গেলে জানমাল ও রাষ্ট্রীয় সম্পদের এমন ক্ষতি দণ্ড হিসেবে মেনে নিয়ে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হচ্ছে। অথচ এই জঙ্গি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার নিকটঅতীতে সবচেয়ে মোক্ষম সময় ছিল শাহবাগ গণজাগরণ আন্দোলন। বলা চলে, সেইসময় প্রায় পুরো জাতিই জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের বিষয়ে সোচ্চার ছিলেন।

দীর্ঘসময় পরে হলেও মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের স্বাধীনতার পরাজিত শক্তির রাজনৈতিক সংগঠন ‘জামায়াতে ইসলামী বাংলাদেশ এবং উহার অঙ্গ সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির’কে নিষিদ্ধ করায় সরকারকে পুনরায় অভিনন্দন জানাই।

(ঢাকাটাইমস/০১আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পোপ ফ্রান্সিসের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
যেসব পুষ্টিগুণ সমৃদ্ধ খাবার অকালে চুল পাকা ঠেকায়
ভিসি ও প্রো-ভিসিকে অব্যাহতি, ৫৭ ঘণ্টা পর অনশন ভেঙে কুয়েট শিক্ষার্থীদের আনন্দ মিছিল 
ভেষজ ঔষধি লাল বিট দেহে রক্ত বাড়ায়, ক্যানসার ও ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা