এক ধাক্কায় ১৮ হাজার কর্মী ছাঁটাই করবে ইন্টেল
প্রযুক্তি খাতে ফের দুঃসংবাদ। ফের কর্মী ছাঁটাই। তাও আবার এক-দুশ নয়, চাকরি খোয়াবেন ১৮ হাজার কর্মী। বৃহস্পতিবারই এই ঘোষণা দিয়েছে মার্কিন চিপ প্রস্তুতকারক সংস্থা ইন্টেল। বিশ্বের অন্যতম বড় সংস্থাটি জানিয়েছে, তাদের মোট কর্মীর ১৫ শতাংশ ছাঁটাই করা হবে।
জানা গেছে, শেষ অর্থবছরে বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছে ইন্টেল। এরপরই খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাটছে সংস্থাটি।
ইন্টেল জানিয়েছে, এই বছরে তাদের ২০ বিলিয়ন অর্থাৎ ২০০ কোটি ডলার খরচ কমানোর পরিকল্পনা রয়েছে। সেই কারণেই ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
ইন্টেলের প্রধান নির্বাহী প্যাট জেলসিঙ্গার জানিয়েছেন, ‘চলতি অর্থবর্ষের দ্বিতীয় ত্রৈমাসিকের পারফরম্যান্স একদমই আশাব্যাঞ্জক নয়। বিভিন্ন পণ্য ও প্রসেস টেকনোলজিতে মাইলফলক ছুঁলেও, গত ত্রৈমাসিকেই সংস্থার ১.৬ বিলিয়ন অর্থাৎ ১৬০ কোটি ডলার ক্ষতি হয়েছে। ফলে
সংস্থার পক্ষে অর্থবর্ষের দ্বিতীয় ভাগ আরও চ্যালেঞ্জিং হতে যাচ্ছে।’বার্তা সংস্থা রয়টার্স বলছে, গত বছরের শেষ ভাগে ইন্টেলের কর্মী সংখ্যা ছিল ১ লাখ ২৪ হাজার ৮০০ জন। ১৫ শতাংশ কর্মী ছাঁটাইয়ের ঘোষণায় আনুমানিক ১৮ হাজার কর্মীর চাকরি চলে যাবে বলেই শোনা যাচ্ছে।
উল্লেখ্য, প্রায় দুই বছর ধরে কর্মী ছাঁটাই অব্যাহত রয়েছে বৈশ্বিক প্রযুক্তি খাতে। শুরুটা হয় ২০২২ সালের শেষের দিকে কোভিড-১৯ মহামারী পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করার পর। গুগল থেকে শুরু করে, ফেসবুক, অ্যামাজন, টুইটার, তোশিবাসহ বড় বড় প্রায় সব কোম্পানিই নিজেদের লোকবল কমিয়েছে।
(ঢাকাটাইমস/০২আগস্ট/এমআর)