সংঘাত নয়, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চাই: প্রধানমন্ত্রী
সংঘাত নয়, আন্দোলনকারীদের সঙ্গে বসতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি বলেছেন, “গণভবনের দরজা খোলা। কোটা আন্দোলনকারীদের সঙ্গে আমি বসতে চাই। তাদের কথা শুনতে চাই। আমি সংঘাত চাই না।”
শনিবার গণভবনে পেশাজীবী সমন্বয় পরিষদের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
“আটক সাধারণ শিক্ষার্থীদের মুক্তি দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান শেখ হাসিনা। বলেন, “সম্প্রতি ঘটে যাওয়া প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করা হবে।”
এসময় তিনি বলেন, “আমি আবারও বলছি, আন্দোলনকারীরা চাইলে আমি আলোচনায় বসতে রাজি আছি। তারা যেকোনো সময় (গণভবনে) আসতে পারে। প্রয়োজনে তারা তাদের অভিভাবকদের সঙ্গে আনতে পারে।”
(ঢাকাটাইমস/৩আগস্ট/এফএ)