বৈষম্যবিরোধীদের দখলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক 

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল
  প্রকাশিত : ০৩ আগস্ট ২০২৪, ১৫:৫৪| আপডেট : ০৩ আগস্ট ২০২৪, ১৬:০৬
অ- অ+

আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর হামলা, হত্যার প্রতিবাদ ও গ্রেপ্তারকৃতদের মুক্তি এবং ৯ দফা দাবিতে হাজার হাজার ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল শেষে বৃষ্টির মধ্যেই ভিজে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধু সেতু মহাসড়ক অবরোধ করেছে। তারা শনিবার দুপুর দেড়টার দিকে মহাসড়কের আশেকপুর বাইপাস এলাকায় অবরোধ করেন। এসময় সড়কে যানচলাচল বন্ধ রয়েছে। আন্দোলন হাজার হাজার ছাত্র-জনতার স্লোগানে মুখরিত হয়ে ওঠে। এসময় শিক্ষার্থী, অভিভাবকদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরাও আন্দোলনে অংশ নিয়েছেন। এর আগে আন্দোলনকারীরা বেলা ১১টার দিকে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নজরুল সরণি সড়কে সমাবেশ করে।

কর্মসূচি চলাকালে পুলিশ, র‌্যাবসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের নিরাপদ দূরত্বে অবস্থান করতে দেখা যাচ্ছে।

এদিকে জেলার সখীপুরে আন্দোলনকারীদের ওপর ছাত্রলীগের হামলার ঘটনা ঘটেছে। এসময় সংঘর্ষ বাধলে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারগ্যাস ছুড়ে।

টাঙ্গাইলের জেলা প্রশাসন মো. কায়ছারুল ইসলাম বলেন, ‘পরিস্থিতি শান্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সর্বোচ্চ ধৈর্যসহকারে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে।

(ঢাকা টাইমস/০৩আগস্ট/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আইইউবিএটি’র প্রতিষ্ঠাতা অধ্যাপক ড. এম. আলিমউল্যা মিয়ানের অষ্টম মৃত্যুবার্ষিকী পালিত
বাংলাদেশ ব্যাংকের সঙ্গে এনসিসি ব্যাংকের সমঝোতা স্মারক
চুয়াডাঙ্গায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৪২ ডিগ্রি 
অন্তর্বর্তী সরকারও শেখ হাসিনার মত নানাভাবে ন্যারেটিভ তৈরি করছে: রিজভী 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা