গণহত্যার দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে: খেলাফত মজলিস
গণহত্যার দায় নিয়ে সরকারকে অবিলম্বে পদত্যাগের আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস।
শনিবার বিকালে খেলাফত মজলিস কার্যালয়ে আয়োজিত এক ব্রিফিংয়ে সংগঠনের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের পঠিত এক লিখিত বক্তব্যে বলা হয়, দেশ এক ক্রান্তিকাল অতিক্রম করছে। গত কয়েক সপ্তাহে সরকারের পুলিশ-বিজিবি বাহিনী নির্বিচারে গুলি চালিয়ে শত শত সাধারণ ছাত্র-জনতা হত্যা করেছে। হাজার হাজার শিক্ষার্থী, রাজনৈতিক নেতাকর্মী ও নিরীহ মানুষকে গ্রেপ্তার করেছে। রিমান্ডের নামে নির্যাতন চালানো হচ্ছে। রাতের বেলা ব্লকরেইডের নামে বাসাবাড়ি থেকে মা-বাবার কাছ থেকে ছাত্রদের ধরে নিয়ে যাচ্ছে। ইন্টারনেট বন্ধ করে, গোটা জাতি ও বিশ্বকে অন্ধকারে রেখে, কারফিউ জারি করে কোটা সংস্কার আন্দোলনকারী ছাত্র-জনতার ওপর সরকার যে ভয়াবহ হত্যাকাণ্ড চালিয়েছে তা এক মারাত্মক গণহত্যা। একটি স্বাধীন দেশের নাগরিকদের উপর রাষ্ট্রের সকল শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়া ইতিহাসে নজিরবিহীন।
সরকারের এ গণহত্যা, গণগ্রেপ্তার, জুলুম নির্যাতনের বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষ আজ রাজপথে নেমেছে। জনগণের অভূতপূর্ব ঐক্য জালিম সরকারের পতন নিশ্চিত করবে। গণহত্যা আর জুলুম নির্যাতনের দায় স্বীকার করে খুনি সরকারকে অবিলম্বে পদত্যাগ করতে হবে। একই সাথে চলমান শান্তিপূর্ণ আন্দোলনে ছাত্র-জনতার উপর গুলি- হামলা বন্ধ করতে হবে। গ্রেপ্তারকৃত সকল ছাত্র জনতাকে অবিলম্বে মুক্তি দিতে হবে। সকল মামলা প্রত্যাহার করতে হবে। কারফিউ তুলে নিতে হবে। গণহত্যার সকল দায় নিয়ে সরকারকে পদত্যাগ করতে হবে।
খেলাফত মজলিসের পক্ষ থেকে শিক্ষার্থীদের চলমান আন্দোলন বিশেষ করে আগামীকাল থেকে শুরু হওয়া অনির্দিষ্টকালের অসহযোগ কর্মসূচির প্রতি পূর্ণ সমর্থন জানাচ্ছি। জনগণকে এ কর্মসূচি সফলে শিক্ষার্থীদের পাশে থাকার আহ্বান জানাচ্ছি।
বিফ্রিংয়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমী, যুগ্মমহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, অধ্যাপক মো: আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মো: মিজানুর রহমান, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, সহ-প্রশিক্ষণ সম্পাদক মো: জহিরুল ইসলাম, সহকারী আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ শায়খুল ইসলাম প্রমুখ।
(ঢাকাটাইমস/০৩আগষ্ট/জেবি/এমআর)