শিক্ষার্থীদের আন্দোলনে মানারাত ইউনিভার্সিটির শিক্ষকদের সংহতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৪ আগস্ট ২০২৪, ০৮:৩০ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ০৮:১৪

শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি প্রকাশ করেছেন মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকরা।

শনিবার রাতে ‘মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ’ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাধারণ শিক্ষার্থীদের চলমান ন্যায়সঙ্গত এবং যৌক্তিক আন্দোলনের শুরু থেকেই আমরা মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষকবৃন্দ শিক্ষার্থীদের পাশে ছিলাম এবং এখনো আছি। এই আন্দোলনকে কেন্দ্র করে যেসব হত্যাকাণ্ড, নির্যাতন, গ্রেপ্তার এবং সহিংসতা সংঘটিত হয়েছে আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। একই সঙ্গে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে বিচার দাবি করছি।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, মানারাত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা সামাজিক সুবিচার ও মানবিক মর্যাদা সম্পন্ন একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও শান্তিপূর্ণ রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠায় অঙ্গিকারবদ্ধ। আমরা ছাত্রদের শান্তিপূর্ণ ও সাংবিধানিক প্রতিবাদের অধিকার সমর্থন করি।

এতে বলা হয়, আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, এখনো অনেক শিক্ষার্থী ও শিক্ষক কারাবন্দি এবং হয়রানির শিকার হচ্ছেন। একই সঙ্গে আমরা আমাদের শিক্ষার্থীদেরসহ বাংলাদেশের সব নির্যাতিত শিক্ষার্থী, তাদের পরিবার এবং এই মর্মান্তিক ঘটনায় ক্ষতিগ্রস্ত সবার প্রতি আন্তরিক সংহতি প্রকাশ করছি। শিক্ষার্থীদের যৌক্তিক দাবিসমূহ দ্রুততম সময়ের মধ্যে শান্তিপূর্ণ সমাধান করে সারাদেশের শিক্ষা প্রতিষ্ঠানসমূহ অনতিবিলম্বে খুলে দিয়ে শিক্ষার্থীদের স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠানে ফিরিয়ে আনার পরিবেশ সৃষ্টির জোর দাবী জানাচ্ছি।

(ঢাকাটাইমস/০৪আগস্ট/এফএ)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

দেশের ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

প্রথমবারের মতো সেনাসদরে প্রধান উপদেষ্টা

মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়াদের তালিকা করছে সরকার

মুক্তির দিশারী মহানবীর আদর্শ মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয়: প্রধান উপদেষ্টা

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা

সরকারের সংস্কার পরিকল্পনা জানতে আগ্রহী যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব

ডিসেম্বরের মধ্যে ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :