ইউরোপে লম্বা সফর শেষে দেশে ফিরছেন ড. ইউনূস, সব মহলের কৌতূহল তাকে ঘিরে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০১:৪০ | প্রকাশিত : ০৪ আগস্ট ২০২৪, ২২:০৪

অলিম্পিক গেমসে স্পেশাল গেস্ট ছিলেন শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। লম্বা সফর শেষে আজ রাতেই তিনি দেশের উদ্দেশে ইউরোপ ছাড়ছেন। দেশের সংকটময় পরিস্থিতির মধ্যে ইউনূসের দেশে ফেরা নিয়ে কৌতূহলও রয়েছে সব মহলে।

তার আইনজীবী আবদুল্লাহ আল মামুন রবিবার সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেছেন, ড. ইউনূস আজ রাতেই দেশে ফিরছেন, কাল (সোমবার) তিনি পৌঁছাবেন। এরপর আদালতে যাবেন।’

অবশ্য অনির্দিষ্টকালের কারফিউ জারির পাশাপাশি তিন দিনের সাধারণ ছুটি ঘোষণা হওয়ায় সোম থেকে বুধবার অফিস-আদালত বন্ধ থাকবে। ফলে ইউনূসের আদালতে যাওয়ার সুযোগ নেই।

বাংলাদেশের আলোচিত এ নোবেলজয়ী এমন সময়ে দেশে ফেরার খবর এলো, যখন গোটা দেশ অগ্নিগর্ভ। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে অসহযোগ আন্দোলনের প্রথম দিনে সংঘাত-সহিংসতা ও হামলা-ভাংচুর-আগুনের ঘটনা ঘটছে। এরইমধ্যে (রাত ৯টা পর্যন্ত) সংবাদমাধ্যমে ১৪ পুলিশ সদস্যসহ অন্তত ৮৮ জনের নিহতের খবর এসেছে।

প্যারিস সফরকালে ভারতের দ্য হিন্দু পত্রিকার সাংবাদিক সুহাসিনী হায়দারকে এক সাক্ষাৎকার দেন ইউনূস। যেখানে তিনি ‘বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দেন।’

গত ২৬ জুলাই প্রকাশিত ওই সাক্ষাৎকারে ইউনূস আরও বলেন, ‘গণতন্ত্রে সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব। কারণ জনগণই রাষ্ট্রের প্রকৃত মালিক। রাষ্ট্র কেবল সরকারে থাকা কিছু মানুষের জন্য নয়।’

ইউনূসের বিরুদ্ধে বাংলাদেশের আদালতে বেশ কিছু মামলা বিচারাধীন। এসব মামলা ঘিরে তার সঙ্গে সরকারের দূরত্বের কথাও নানা সময়ে আলোচনায় এসেছে। তবে ডয়েচে ভেলের এক সাক্ষাৎকারে ইউনূস বলেছিলেন, তিনি সরকারের দুরেরও না কাছেরও না।

এমন সংকটময় মূহুর্তে ইউনূসের দেশে ফেরার দিকে নজর রয়েছে সচেতন মহলের। ওয়ান ইলেভেনের সময় রাজনৈতিক দল গড়ার চেষ্টা করে সেসময় বরাবরই সংবাদমাধ্যমের শিরোনামে থাকতেন তিনি।

বাংলাদেশে ছাত্রদের চলমান আন্দোলন নিয়ে এক প্রশ্নের জবাবে ইউনূস দ্য হিন্দুকে বলেছিলেন, ‘...এ এক অত্যন্ত ভয়াবহ অবস্থা। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে তার একটা প্রক্রিয়া আছে। কোথাও বলা নেই যে, আপনি একের পর এক তাদেরকে হত্যা করতে পারেন।’

দ্য হিন্দুকে তিনি আরও বলেছিলেন, বিক্ষোভকারীরা যদি আইনভঙ্গ করেন, তাহলে এমন পরিস্থিতি মোকাবিলার জন্য মানসম্পন্ন প্রক্রিয়া আছে। বাংলাদেশে আইনের শাসন ও গণতন্ত্র চর্চার মধ্যে কিছু ভয়াবহ ভুল আছে।’

(ঢাকাটাইমস/০৪আগস্ট/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

জাতীয় বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

জাতীয় এর সর্বশেষ

দেশের ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা, নদীবন্দরে সতর্কতা

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (দ.)

সাবেক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলী গ্রেপ্তার

প্রথমবারের মতো সেনাসদরে প্রধান উপদেষ্টা

মাজারের শৃঙ্খলা রক্ষায় ডিসিদের ব্যবস্থা গ্রহণের নির্দেশ ধর্ম মন্ত্রণালয়ের

জাল মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়াদের তালিকা করছে সরকার

মুক্তির দিশারী মহানবীর আদর্শ মানবজীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণীয়: প্রধান উপদেষ্টা

বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে সম্মিলিত প্রচেষ্টা জরুরি: স্থানীয় সরকার উপদেষ্টা

সরকারের সংস্কার পরিকল্পনা জানতে আগ্রহী যুক্তরাষ্ট্র: পররাষ্ট্র সচিব

ডিসেম্বরের মধ্যে ৪০ কোটি ডলার বাজেট সহায়তা দেবে এডিবি

এই বিভাগের সব খবর

শিরোনাম :