রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার: সেনাপ্রধান
রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তবর্তীকালীন সরকার গঠন করা হবে বলে জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।
বিকাল ৩টা ৫০ মিনিটে সেনা সদর দপ্তর থেকে জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে তিনি এ কথা জানান। সেনা সদর দপ্তরে রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ভাষণ দেন।
গণমাধ্যমের সহযোগিতা চেয়ে তিনি দেশবাসীকে ছাত্রদেরকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, আসিফ নজরুল স্যার বৈঠকে উপস্থিত ছিলেন। তিনি ছাত্রদের উদ্দেশ্যে বার্তা দিয়েছেন। তাকে সবাই শ্রদ্ধা করেন। আশা করি সবাই শান্ত হবেন। আল্লাহ আমাদের মঙ্গল করুন।
সেনা সদর সদর দপ্তরে বৈঠকে আওয়ামী লীগের কেউ ছিল না উল্লেখ করে সেনাপ্রধান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষনেতা এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ বৈঠকে উপস্থিত ছিলেন। সেখানে সবার সঙ্গে আলোচনা করা হয়েছে। আমরা মহামান্য রাষ্ট্রপতির কাছে যাবো। রাষ্ট্রপতির সঙ্গে আলোচনা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে।
ভাষণে সেনাপ্রধান আরও বলেন, দেশের জনগণের সঙ্গে হওয়া প্রতিটি অন্যায় ও হত্যাকাণ্ডের বিচার করা হবে। দেশবাসীকে, ছাত্রদেরকে হতাশ করা হবে না।
জেনারেল ওয়াকার আরও বলেন, ‘আপনারা আমাকে সহযোগিতা করেন। দয়া করে আর ভাঙচুর, অগ্নিসংযোগ করবেন না।’
সাংবাদিকদের প্রশ্নের জবাবে সেনাপ্রধান বলেন, ‘জরুরি অবস্থা নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে সেনাবাহিনীও বাইরে থাকবে না। আমি নির্দেশ দিয়েছি, সেনাবাহিনীর কেউ গুলি করবে না। পুলিশ গুলি করবে না।’
‘আপনার একটু ধৈর্য ধরেন। আমাদেরকে একটু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সমাধান করবো। সমস্ত হত্যার বিচার হবে। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটি সুন্দর ভবিষ্যতের দিকে এগিয়ে যাবো। আল্লাহ আমাদের মঙ্গল করুন’ বলেন সেনাপ্রধান।
(ঢাকাটাইমস/০৫আগস্ট/এসআইএস)