খুলেছে স্কুল-কলেজ, শিক্ষার্থী উপস্থিতি কম
ছাত্র-জনতার আন্দোলন ঘিরে দীর্ঘ দিন বন্ধ থাকার পর খুলেছে দেশের সব স্কুল-কলেজ।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে সব শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনার কথা জানায়। এরপর মঙ্গলবার সকালে রাজধানীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। তবে অনেক শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের উপস্থিতি দেখা গেছে কম।
মঙ্গলবার সকালে রাজধানীর মোহাম্মদপুর এলাকার কিশলয় বালিকা বিদ্যালয় ও কলেজে গিয়ে দেখা গেছে ছাত্রীদের উপস্থিতি কম। অধ্যক্ষ মো. রহমত উল্লাহ্ বলেন, “দুয়েকদিনের মধ্যে উপস্থিতি বেড়ে যাবে।”
রাজধানীর উদয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে গেলে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ চলছে। অধ্যক্ষ জোহরা বেগম জানান, একাদশ শ্রেণিতে ভর্তি কার্যক্রম চলছে। কাল থেকে পুরোপুরি শিক্ষা কার্যক্রম চলবে।
এর আগে সোমবার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। রাতে আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার থেকে দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত, বেসরকারি প্রতিষ্ঠান, কলকারখানা, স্কুল কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়সহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে।
উল্লেখ্য, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে গত ১৭ জুলাই থেকে মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে সরকার। ১৮ জুলাই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় দেশের আট বিভাগীয় শহরের সিটি কর্পোরেশনের এলাকাভুক্ত সব সরকারি প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করে।
(ঢাকাটাইমস/০৬আগস্ট/এফএ)