ব্যাট-বলে দুর্দান্ত পারফরমেন্সে ম্যান অব দ্য ম্যাচ সাকিব

ক্রীড়া ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১২:০৭
অ- অ+

সময়টা ভালো যাচ্ছিল না সাকিব আল হাসানের। ব্যাটে-বলে নিজের প্রতি সুবিচার করতে পারছিলেন না তিনি। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটেও ব্যর্থ ছিলেন তিনি। যুক্তরাষ্ট্রে মেজর লিগ ক্রিকেটের পর কানাডার গ্লোবাল টি-টোয়েন্টিতেও শুরুতে ব্যর্থ ছিলেন সাকিব। তবে সেখানে মাঝে এক ম্যাচে অবশ্য দেখা গিয়েছিল সাকিবের বলের ঝলক।

তবে ব্যাট হাতে ব্যর্থই ছিলেন তিনি। অবশেষে ব্যাট হাতে রান পেলেন সাকিব। গ্লোবাল টি-টোয়েন্টিতে কাল সারে জাগুয়ার্সের বিপক্ষে ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেন বাংলা টাইগার্স মিসিসাগার অধিনায়ক। বল হাতেও নিয়েছেন ২৪ রানে ১ উইকেট। তাতে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে সাকিবের হাতে।

ব্রাম্পটনে লো-স্কোরিং ১৮ ওভারের ম্যাচে আগে ব্যাটিং করে সারে জাগুয়ার্স করেছিল ১০৮ রান। এদিন বল হাতে পেসার শরীফুল ইসলামও ২৪ রানে ১ উইকেট নিয়েছেন। সাকিব সঙ্গে মার্কাস স্টয়নিস এবং লোগান ভ্যান বিকের ক্যাচও নিয়েছেন।

ব্যাট হাতে দলের বিপর্যয়ের মুখে হাল ধরেন সাকিব। গ্লোবাল টি-টোয়েন্টি লিগের এ মৌসুমে এখন পর্যন্ত ৫ ইনিংস ব্যাটিং করেন সাকিব। যেখানে তার সর্বোচ্চ রানের ইনিংস ২৪। তবে কাল খেলেছেন নিজের মতোই। ৪ চার এবং ১ ছক্কায় ৩০ বলে ৩৬ রানের ইনিংস খেলেছেন তিনি। এই ম্যাচের পর ৬ ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে বাংলা টাইগার্স।

(ঢাকাটাইমস/০৬ আগস্ট/এনবিডব্লিউ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সুপারফুড কাঁঠাল ক্যানসারের ঝুঁকি কমায়, রক্তশূন্যতা প্রতিরোধেও কার্যকর
দেশে চার দিন ভারী বৃষ্টির পূর্বাভাস
বাংলাদেশি পণ্যে ৩৫ শতাংশ শুল্ক চাপাল ট্রাম্প, ড. ইউনূসকে চিঠিতে যে বার্তা দিলেন
নির্বাচনের আগেই ফ্যাসিস্টদের বিচার হবে : আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা