শাহীন চাকলাদারের হোটেলে আগুনের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪
শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগের খবরে যশোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের পাঁচ তারকা হোটেল জাবির ইন্টারন্যাশনালে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জন হয়েছে। সোমবার বিকাল ৪টার দিকে শহরের চিত্রার মোড়ে অবস্থিত ১৪ তলা ওই হোটেলে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক দেওয়ান সোহেল রানা মঙ্গলবার দুপুরে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান। তিনি জানান, জাবির হোটেলে অগ্নিকাণ্ডে এ পর্যন্ত ২৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে।
এদিকে গতকাল সোমবার এ অগ্নিকাণ্ডের ঘটনার পর বিকাল ৫টার দিকে যশোর প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যশোর জেলা সমন্বয়ক রাশেদ খান জানান, বিজয় মিছিল নিয়ে আমরা চিত্রার মোড় অতিক্রম করার সময় আমাদের মিছিলের পেছন থেকে কিছু দুর্বৃত্ত এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। আমরা তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি। আমাদের ছাত্র সমাজের কেউ এমন নাশকতার সঙ্গে জড়িত নয় এবং এর আগেও তারা কোনো নাশকতা করেনি।
(ঢাকা টাইমস/০৬আগস্ট/এসএ)