বগুড়ায় মা‌ঠে‌ নেই ট্র্যাফিক পু‌লিশ, যানজট নিরসনে কাজ কর‌ছে ছাত্র-জনতা

​​​​​​​বগুড়া প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২৪, ১৫:৫১
অ- অ+

প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগের পর দুর্বৃত্তরা বগুড়ার সদর থানা, সদর ফাঁড়ি ট্র্যাফিক পুলিশ অফিস পুড়িয়ে দিয়েছে। ওই ঘটনার পর থেকে জনবহুল সাতমাথা এলাকায় কোনো পুলিশ বা ট্র্যাফিক নিয়ন্ত্রণ ব্যবস্থা নেই। বাধ্য হয়ে যানজট নিরসনে মাঠে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করছেন আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত শিক্ষার্থী জনতা।

রেজমি শহরের সাতমাথা, থানা মোড় বড়গোলাসহ বিভিন্ন এলাকায় গিয়ে এমন চিত্র দেখা গেছে। বে অনভিজ্ঞতার কারণে স্বাভাবিকভাবে কাজটি সম্পন্ন করতে পারছেন না তারা। যানবাহন চালকেরা ট্র্যাফিক আইন অমান্য রে বিশৃঙ্খলা করতে দেখা গেছে।

সকাল ১০টার থেকে শহরের যানজট নিরসনে লাঠি হাতে কাজ করছেন বগুড়া আজিজুল হক কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ইফতেখার নূর প্রীতম।

তিনি লেন, গতকাল আমরা দেশ স্বাধীন রেছি। আজকে আমরা রাষ্ট্র সংস্কারের কাজ করছি। গতকাল বগুড়াতে অনেক ধরণের হিংস ঘটনা টেছে, যেগুলোর সাথে আমাদের শিক্ষার্থী ভাইরা কেউ ড়িত ছিল না। পুলিশ ভাইরা আজ মাঠে নেই তাই আমরা ছাত্ররা মিলে য়েকটি দলে ভাগ য়ে শহরের ভেতরে যানজট নিরসনে চেষ্টা করছি।

আব্দুল মোমিন নামে এক ্যক্তি লেন, তিনি সকাল সাড়ে ১০টায় সাতমাথায় এসেছেন। নিউ মার্কেটে যাবেন। এসে কোনো ট্র্যাফিক পুলিশ দেখতে পাননি। বে াত্ররা লাঠি হাতে শহরের যান চলাচলে শৃঙ্খলা নিয়ন্ত্রণে কাজ করছে। সময় তারা হিমশিম খেতে দেখেছেন বলে জানান তিনি।

পুলিশ সূত্রে জানা গেছে, নিরাপত্তার স্বার্থে শহর থেকে সব পুলিশ সদস্যদের বগুড়া পুলিশ লাইন্সে সরিয়ে নেওয়া হয়েছে।

বিষয়ে জানেত বগুড়ার পুলিশ সুপার জাকির হাসানকে তার মুঠোফোনে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ রেননি।

ঢাকাটাইমস/০৬আগস্ট/পিএস

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা