ন্যায্যমূল্যে পণ্য বিক্রির আহ্বান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের
জিনিসপত্রের দাম কমিয়ে ন্যায্যমূল্যে সেবা প্রদান এবং পণ্য বিক্রির আহ্বান জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।
মঙ্গলবার বিকালে ফেসবুকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল্লাহ সালেহীন অয়ন এ আহ্বান জানান।
তিনি বলেন, ‘সমগ্র দেশবাসীর প্রতি আহ্বান থাকবে, জিনিসপত্রের দাম কমিয়ে দিয়ে ন্যায্যমূল্যে যেকোনো সেবা দেওয়ার জন্য। দেশের চলমান সংকটময় পরিস্থিতিতে সবার পাশে দাঁড়ান। বিজয়ের দ্বারপ্রান্তে আমরা, দেশবাসীকে সহযোগিতা করুন, নাশকতাকারীদের এবং সন্ত্রাসীদের রুখে দিন।’
আব্দুল্লাহ সালেহীন আরও বলেন, ‘প্রত্যেক এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন করতে নেমে পড়ুন। আমরাই এই দেশের ভবিষ্যৎ। বিজয়ী আমরা হবোই।’
(ঢাকাটাইমস/০৬আগস্ট/এমআর)