ছাত্র-জনতার প্রস্তাবেই অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলায় পুনর্গঠিত প্রশাসন: নাহিদ ইসলাম
ছাত্র-জনতার প্রস্তাবের ভিত্তিতেই গঠিত হতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের প্রধান হবেন নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস। একইসঙ্গে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবিত সরকারের অন্যান্য উপদেষ্টা বা অংশীজনদের নাম চূড়ান্ত হলেই পূর্ণাঙ্গ সরকার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সমন্বয়ক নাহিদ ইসলাম। এছাড়া প্রশাসন পুনর্গঠিত হয়ে রাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে আসবে। সে পর্যন্ত সবাইকে সতেচন এবং সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন নাহিদ ইসলাম। এসময় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. আসিফ নজরুল, ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম প্রমুখ।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই মুখ্য সমন্বয়ক জানান, বিভিন্ন রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রস্তাবিত অন্তর্বর্তীকালীন সরকারের অন্যান্য উপদেষ্টাদের নাম চূড়ান্ত করা হবে।
ব্রিফিংয়ে নাহিদ ইসলাম বলেন, ‘বঙ্গভবনে ফলপ্রসু আলোচনা হয়েছে। ছাত্র-জনতার পক্ষ থেকে প্রস্তাবিত অন্তর্বর্তী সরকার গঠনের নিশ্চয়তা বঙ্গভবন থেকে আমরা পেয়েছি। সরকার হিসেবে প্রধান ইউনূসকে আমরা প্রস্তাব করেছিলাম সেটা সিদ্ধান্ত হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রাথমিক যে তালিকা দিয়েছি তাতে নাগরিক সমাজসহ ছাত্র প্রতিনিধি আছে। নাগরিক সমাজ ও বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে চূড়ান্ত করা হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে এটা চূড়ান্ত হবে।’
নাহিদ বলেন, ‘সেনাপ্রধান থেকে শুরু করে সবাই ছাত্রদের সম্মান জানিয়েছে। জনতাকে আহ্বান করবো— অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশে দ্রুত ঘোষণা করা হবে, জনগন যেন সেই আস্থা রাখে। আমাদেরকে রাষ্ট্রীয় সম্পদ এবং সংখ্যালঘুদের রক্ষা করতে হবে। আইনশৃঙ্খলা বাহিনীকে পুনর্গঠন করে দায়িত্বে নিয়োজিত করা হবে। তার আগ পর্যন্ত আমাদের সচেতন থাকতে হবে। ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমরা যে প্রতিশ্রুতি; একটি নতুন বাংলাদেশ বিনির্মাণ করেবো।’
মঙ্গলবার রাতে বঙ্গভবনে অন্তর্বর্তীকালীন সরকারের রূপরেখা নিয়ে তিন বাহিনীর প্রধানগণ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের প্রতিনিধিদের সঙ্গে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বৈঠক করেন।
সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কয়েক দফা বৈঠক শেষে রাত সাড়ে ১১টায় আলোচনা শেষ হয়। এ সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক তানজিম উদ্দিন খান উপস্থিত ছিলেন।
বৈঠকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ১৩ জন সমন্বয়ক- মো. নাহিদ ইসলাম, সারজিস আলম, হাসনাত আবদুল্লাহ, আসিফ মাহমুদ, আবুবকর মজুমদার, নুসরাত তাবাসসুম, খান তালাত মাহমুদ রাফি, আরিফ সোহেল, মোহাম্মদ নাসিরউদ্দিন পাটোয়ারী, মাহফুজ আলম, নাজিফা জান্নাত, আবু সাদিক, ইভান তাহসির অংশ নেন।
আরও পড়ুন>>ড. ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান, রাষ্ট্রপতির সম্মতি
(ঢাকাটাইমস/০৬আগস্ট/এসআইএস)