খালেদা জিয়াকে দুই ঘণ্টার মধ্যে পাসপোর্ট দিলো অধিদপ্তর, আটকে ছিল চার বছর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
| আপডেট : ০৭ আগস্ট ২০২৪, ১২:২৬ | প্রকাশিত : ০৭ আগস্ট ২০২৪, ০৮:৫১

হাসিনা সরকারের সময় নবায়নের জন্য দেওয়ার পর আটকে রাখা বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার পাসপোর্ট তার হাতে হস্তান্তর করেছে পাসপোর্ট অধিদপ্তর।

উচ্চপর্যায়ের নির্দেশনা পেয়ে মঙ্গলবার দুপুরে দ্রুতগতিতে তার পাসপোর্ট নবায়নের সব প্রক্রিয়া সম্পন্ন করে পাসপোর্ট অধিদপ্তর। এরপর বিএনপিনেত্রীর পক্ষে তার প্রতিনিধির কাছে নবায়নকৃত মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) হস্তান্তর করা হয়।

জানা গেছে, সাবেক প্রধানমন্ত্রীকে সাধারণ নাগরিকদের ব্যবহৃত সবুজ রংয়ের পাসপোর্ট দেওয়া হয়েছে।

২০২১ সালে ৬ মে পাসপোর্ট নবায়নের জন্য আবেদন করেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে সেটি আটকে রাখা হয়।

সেসময় পাসপোর্ট পেতে একাধিকবার যোগাযোগ করা হলেও তা দেওয়া হয়নি বলে বিএনপি ও খালেদা জিয়ার পরিবারের পক্ষ থেকে একাধিকবার অভিযোগ করা হয়েছিল।

হাসিনা সরকারের পতনের পরপরই মঙ্গলবার বন্দি অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়াকে মুক্তি দেওয়া হয়েছে। ইতোমধ্যে রাষ্ট্রপতির আদেশে তার মুক্তির প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এরপর ওইদিনই বিএনপিনেত্রীর পাসপোর্ট নবায়নের নির্দেশনা দেওয়া হলে দ্রুতগতিতে মাত্র ২ ঘণ্টার মধ্যেই তা হস্তান্তরের জন্য প্রস্তুত করে পাসপোর্ট অধিদপ্তর।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর সূত্রে জানা যায়, নবায়নকৃত পাসপোর্ট খালেদা জিয়ার প্রতিনিধির কাছে মঙ্গলবার বিকালেই হস্তান্তর করা হয়েছে। (ঢাকাটাইম/০৭আগস্ট/ডিএম)

সংবাদটি শেয়ার করুন

রাজনীতি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

রাজনীতি এর সর্বশেষ

সভাপতির ওপর হামলায় স্বেচ্ছাসেবক দলের কর্মসূচি

স্বেচ্ছাসেবক দলের নেতাকে খুন ও হামলা দেশি বিদেশি ষড়যন্ত্রের অংশ: মির্জা ফখরুল

গোপালগঞ্জে আ.লীগের হামলায় স্বেচ্ছাসেবক দলের নেতা নিহত, সাংবাদিকসহ আহত ৫০

শেখ পরিবারের বিরুদ্ধে যে বলতে গেছে তাকে নিরুদ্দেশ করে দিয়েছে: রিজভী

গণঅভ্যুত্থানে নতুন রাজনৈতিক শক্তির উত্থান ঘটেছে: রব

অসীম আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা ব্যর্থ হতে পারে না: আমিনুল হক

ধর্ম-বর্ণ নির্বিশেষে জনকল্যাণে কাজ করতে হবে: জামায়াত সেক্রেটারি

ভারতের নীলনকশায় দেশের পোশাকশিল্পে অস্থিরতা: রাশেদ প্রধান

যারা দেশকে পুনরায় ফ্যাসিস্ট কাঠামোয় নিতে চায় তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে: সাকি

প্রতিনিধি সম্মেলনে দল গোছানোর তাগিদ এবি পার্টি নেতাদের

এই বিভাগের সব খবর

শিরোনাম :