ট্রাকচাপায় প্রাণ গেল আইনজীবীর 

মাদারীপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২৪, ১৬:১০| আপডেট : ১০ আগস্ট ২০২৪, ১৬:৩০
অ- অ+

ঢাকায় যাওয়ার পথে ট্রাকচাপায় মাদারীপুর জেলা আদালতের জিপি (সরকারি কৌঁসুলি) জাকির হোসেন লোকমান মারা গেছেন।

শনিবার দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের মুন্সীগঞ্জের নিমতলীতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাকির হোসেন লোকমান জেলার শিবচর উপজেলার উমেদপুর ইউনিয়নের আ. মান্নান উকিলের ছেলে। তিনি জেলা আদালতের সরকারি আইন কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

জানা গেছে, শনিবার সকালে মোটরসাইকেলে ঢাকা যাচ্ছিলেন তিনি। দুপুরের দিকে বৃষ্টি শুরু হলে নিমতলী এলাকায় সড়কের পাশে মোটরসাইকেল রাখে তার চালক। মোটরসাইকেল রেখে একটি ছাউনির নিচে যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

স্থানীয় আজিজুল হক বলেন, 'ঢাকা যাওয়ার সময় তিনি বৃষ্টির কবল থেকে রক্ষা পেতে মোটরসাইকেল রেখে রাস্তার পাশের একটি ছাউনির নিচে যাওয়ার সময় ট্রাক তাকে চাপা দেয়। ঘটনাস্থলে তিনি মারা যান বলে শুনেছি। তিনি শিবচর উপজেলা আওয়ামী লীগের সাবেক আইন বিষয়ক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ছিলেন।'

মাদারীপুর আদালতের পিপি আব্দুল্লাহ আল মামুন নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, 'তিনি ঢাকা যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন।'

(ঢাকা টাইমস/১০আগস্ট/এসএ)

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাবেক খাদ্যমন্ত্রী আবদুল মোমেন খানের ৪০তম মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার
উত্তরা আধুনিক মেডিকেল কলেজ ও হাসপাতাল দখল চেষ্টার অভিযোগ
ঢাকা সফর নিয়ে দিল্লিতে এমপিদের ব্রিফ করলেন বিক্রম মিশ্রি
বিদেশি চক্রের চেয়ে দেশীয় চক্র এখন বেশি ষড়যন্ত্র করছে: গয়েশ্বর 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা