রক্তস্নাত বিপ্লবে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে: সালাউদ্দিন আহমেদ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ১৯:৩১
অ- অ+

দীর্ঘ ৯ বছর পর দেশে ফিরেছেন বিএনপির সাবেক যুগ্মমহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। দেশে ফিরে বার্তা দিলেন, দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলার প্রত্যয় তার।

দেশে ফিরেই রবিবার বিকালে চলে যান রাজধানীর শেরেবাংলা নগরে দলের প্রতিষ্ঠাতা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপির নির্বাসিত এই নেতা।

দেশে কর্তৃত্ববাদের কোনো জায়গা হবে না উল্লেখ করে সালাহউদ্দিন আহমেদ বলেছেন, ‘ছাত্র-জনতার নজিরবিহীন রক্তস্নাত বিপ্লবের মাধ্যমে পাওয়া বিজয়কে অর্থবহ করতে হবে। দেশকে প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে উপহার দিতে হবে।’ বলেন, ‘অভ্যন্তরীণ ষড়যন্ত্র থেকে সবাইকে সজাগ থাকতে হবে। দেশে শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। দল-মত নির্বিশেষে গণতন্ত্রের সুফল দেশের মানুষকে ভোগ করতে হবে।’

সালাহউদ্দিন আরও বলেন, ‘বাংলাদেশ যে একটি আইনের শাসনের রাষ্ট্র তা বিশ্ববাসীকে দেখাতে হবে। স্বাধীন রাষ্ট্রের নাগরিক হিসেবে যেন সবাই মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে পারে, তার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।’

এদিন দুপুর সোয়া ২টার দিকে ভারতের মেঘালয় থেকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান সালাহউদ্দিন আহমেদ।

২০১৫ সালের ১০ মার্চ রাজধানী উত্তরা থেকে সালাহউদ্দিন নিখোঁজ হন। ৬২ দিন পর ১১ মে ভারতের মেঘালয়ের শিলংয়ে স্থানীয় পুলিশ তাকে উদ্ধার করে। পরে সেখানে অবৈধ অনুপ্রবেশের মামলা হয় তার বিরুদ্ধে। আদালতে খালাস পেলেও ভ্রমণ অনুমতি না পাওয়ায় ঢাকায় ফিরতে পারেননি তিনি।

(ঢাকাটাইমস/১১আগস্ট/জেবি/এসআইএস)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
‘সীমান্তে পুশইন নিয়ে সরকার নীরব, কোথায় পাওয়ারফুল খোদা বখস: রিজভী
বাংলাদেশে অনুপ্রবেশের সময় বিজিবির হাতে নারী-শিশুসহ আটক ১৪
ক্রিমিনাল ডাটাবেইজ পর্যালোচনার মাধ্যমে ছিনতাইকারী চক্র শনাক্ত করেছি: নাসিরুল ইসলাম
‘ওয়্যার ৩৬৫’ চালু করলো ব্র্যাক ব্যাংক  
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা