শরীয়তপুরে সমন্বয়কের ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ, কলেজ অধ্যক্ষের পদত্যাগ দাবি

শরীয়তপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
| আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২১:০৬ | প্রকাশিত : ১১ আগস্ট ২০২৪, ২১:০১

শরীয়তপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শহীদ সিরাজ সিকদার ডিগ্রী কলেজের সমন্বয়ক মঈনুর ইসলাম অনিমের ওপর অতর্কিত হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ, মানববন্ধন ও মহাসড়ক অবরোধ করেছেন শহীদ সিরাজ সিকদার ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা।

এসময় শহীদ সিরাজ সিকদার ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পলাশ রাউতের পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা।

রবিবার সকালে কলেজের মেইন গেটের সামনে শিক্ষার্থীরা সমবেত হন। পরে বিক্ষোভকারী শিক্ষার্থীরা স্লোগান দিতে দিতে শরীয়তপুর-চাঁদপুর মহাসড়কের ভেদরগঞ্জের ডিএমখালি বাজারে অবস্থান নেন। ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও এই বিক্ষোভ সমাবেশে যোগ দেন।

এসময় শিক্ষার্থীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। ‘আপোস না সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম,’ ‘আমার ভাইয়ের ওপর হামলা কেন, প্রশাসন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।বিক্ষোভে স্কুল শিক্ষার্থীরাও অংশ নেনগত বুধবার ৭ আগষ্ট বিকালে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর চরকুমারিয়া ইউনিয়নের মোল্লা কান্দি এলাকায় মঈনুর ইসলাম অনিমের বাড়িতে হামলা করে সন্ত্রাসীরা। হামলাকারীরা মুঈনুলকে কুপিয়ে গুরুতর আহত করে। ধারালো অস্ত্রের আঘাতে মঈনুরের হাতের কবজি বিছিন্ন হয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঢাকায় নিয়ে যায়।

বিক্ষোভে অংশ নিয়ে সিরাজ সিকদার কলেজের শিক্ষার্থী রাকিব হাসান বলেন, ‘আমার ভাইয়ের ওপর যেই অতর্কিত হামলা হয়েছে এটি দেখার মতো নয়। আমরা ছাত্রসমাজ, আমরা কাউকে ভয় পাই না। এই হামলার বিচার না হলে এবং আমাদের দাবি না মানলে শিক্ষার্থীরা ঘরে বসে থাকবে না। অনিমের ওপর হামলার সঠিক বিচার করতে হবে।’

‘এছাড়াও আমরা আমাদের কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পলাশ রাউত এর পদত্যাগ দাবি করছি’ বলেন রাকিব হাসান।

আরেক শিক্ষার্থী রাব্বি সরদার বলেন, ‘বৈষম্যবিরোধী আন্দোলনে নেতৃত্ব দেওয়ায় আমাদের কলেজের সমন্বয়ক অনিমের ওপর আওয়ামী লীগের সন্ত্রাসীরা হামলা চালায়। এতে অনিমের হাতের কবজি বিছিন্ন হয়ে যায়। তাই সন্ত্রাসীদের বিচারের আওতায় না আনা পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাবো। জোর খাঁটিয়ে সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কিন্তু অতীতে কেউ পারেনি আর ভবিষ্যতেও কেউ পারবে না।’

(ঢাকাটাইমস/১১আগস্ট/এসআইএস)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :