শুধু খালেদা জিয়া নন, যে কারো মিথ্যা মামলা প্রত্যাহার করা হবে: আসিফ নজরুল
শুধু বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া নন, যে কারো বিরুদ্ধে মিথ্যা ও হয়রানিমূলক মামলা যাচাই-বাছাই করে প্রত্যাহার করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।
বুধবার সকালে নিজ মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
এসময় সাইবার সিকিউরিটি আইনসহ সব নিবর্তনমূলক আইন বাতিল বা সংশোধন করা হবে বলেও জানান উপদেষ্টা আসিফ নজরুল।
তিনি আরও বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আওতায় ২০২৪ এর গণহত্যার বিচার সম্ভব। জাতিসংঘের তত্ত্বাবধানে তদন্ত টিম কাজ করবে।”
এ বিষয়ে তিনি আরও বলেন, “সাবেক আইনমন্ত্রী আনিসুল হকসহ শেখ হাসিনা সরকারের কাউকে ছাড় দেওয়া হবে না। বিদায়ী সরকারের প্রধানমন্ত্রীকেও না।”
আইন উপদেষ্টা জানান, আগামী ১০ দিনের মধ্যে বিচার বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের আয়-ব্যয়ের হিসাব জমা দিতে হবে।
(ঢাকাটাইমস/১৪আগস্ট/এফএ)