সাবেক তথ্যপ্রতিমন্ত্রী আরাফাতকে নিয়ে যা বলল ফরাসি দূতাবাস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৫ আগস্ট ২০২৪, ০০:৩৮| আপডেট : ১৫ আগস্ট ২০২৪, ০১:০৮
অ- অ+

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত ঢাকাস্থ ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন— সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন তথ্য ছড়িয়ে পড়ে। এ বিষয়ে নিরবতা ভেঙেছে ফরাসি দূতাবাস।

বুধবার (১৪ আগস্ট) রাতে ফরাসি দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে, এটি একটি গুজব। এমন কেউ সেখানে লুকিয়ে নেই।

সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া দাবি নাকচ করে বুধবার বিবৃতি দিয়েছে দূতাবাস কর্তৃপক্ষ।

ফরাসি দূতাবাসের ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতিতে বিবৃতিতে বলা হয়, সাবেক মন্ত্রী আরাফাত ফরাসি দূতাবাসে লুকিয়ে আছেন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে গুজব ছড়িয়ে তা সম্পূর্ণ মিথ্যা।

ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সদ্য বিদায়ী আওয়ামী লীগ সরকার পতনের পর দলটির মন্ত্রী, প্রতিমন্ত্রী ও সংসদ সদস্যরা আত্মগোপনে চলে যান। শেষ পর্যন্ত সরকারের মুখপাত্র হিসেবে গণমাধ্যমের সঙ্গে কথা বলা আরাফাতও তখন গা ঢাকা দেন। এরমধ্যে গত ১২ আগস্ট বাংলাদেশ আর্থিক গোয়েন্দা বিভাগ (বিএফআইইউ) সব ব্যাংকে চিঠি দিয়ে আরাফাত ও তার স্ত্রী শারমিন মুশতারীর ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করার নির্দেশ দিয়েছে। এমনকি তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক অ্যাকাউন্টও স্থগিত করার নির্দেশনা দেওয়া হয়েছে। মানি লন্ডারিং প্রতিরোধ আইনে এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এ ছাড়া স্থগিত করা হিসাব সংশ্লিষ্ট তথ্য বা দলিলাদি (হিসাব খোলার ফরম, কেওয়াইসি ও লেনদেন বিবরণী প্রভৃতি) তিন কর্মদিবসের মধ্যে পাঠাতে হবে বলেও জানানো হয়েছিল।

(ঢাকাটাইমস/১৫আগস্ট/এসআইএসম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা